চন্দননগর সত্যপীড়তলায় বহু তল নির্মান করছে ডি আই পি ডেভালপার সংস্থা। সেই সংস্থার অংশিদার নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া প্রাক্তন তৃনমূল যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়।২০২০ সালে ডিআইপি ডেভালপার চন্দননগর জিটি রোডের পাশে প্রায় ছয় কাঠা জমির উপর নির্মানের জন্য চুক্তি বদ্ধ হয়। বহুতলের নক্সা দিয়ে বিজ্ঞাপনও দেওয়া হয়, বুকিংও শুরু হয়।

ডিআইপি ডেভালপাররের ব্যালেন্স শিটে দেখা যাচ্ছে, কালি ঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র নাকি  চল্লিশ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন।৯৬ লক্ষ টাকার ব্যালেন্স শিটে দেখা যাচ্ছে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে দশ লাখ প্রিয়াঙ্কার ছেলের নামে থাকা সংস্থা ইভান কনট্রেডকে ৪০ লাখ টাকা লোন দেওয়া হয়েছে। কালি ঘাটের কাকুর মুখে বহুবার শোনা গেছে উনি কুন্তলকে চেনেন না কিন্তু, শান্তনুকে চেনেন।তাহলে কি  সেই শান্তনুর স্ত্রীর নির্মাণ সংস্থাতেই টাকা বিনিয়োগ করেছেন সুজয় ভদ্র!

সূত্রের খবর চুঁচুড়া চন্দননগর হাওড়ার মুন্সির হাট সহ কয়েকটি জায়গায়  রিয়েল এস্টেটে টাকা বিনিয়োগ করা হয়েছে শান্তনুর স্ত্রীর নামে ।তাহলে কি নিয়োগ দুর্নীতির কালো টাকা  সাদা করা হয়েছে এভাবেই।  প্রশ্ন উঠছে একাধিক মহলে। ডিআইপি ডেভালপার সংস্থার অংশিদার ইন্দ্রনীল চৌধুরী জানিয়েছিলেন তাদের তিন জনের সমান বিনিয়োগ রয়েছে সত্যপীরতলার প্রজেক্টে। কালি ঘাটের কাকুর বিনিয়োগ প্রসঙ্গে ইন্দ্রনীল জানান দোকান নেবেন বলে অগ্রিম দিয়েছিলেন। শান্তনু দশ লাখ টাকা লোন নিয়েছিলেন। সেই সংক্রান্ত সব তথ্য ইডিকে দেওয়া হয়েছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর