ব্যুরো নিউজ, ৩১ অক্টোবর: রেল লাইনের পাশে যুবকের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য!
পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচক ও ডুঁয়া রেল স্টেশনের মাঝামাঝি এলাকায় রেললাইনের পাশে অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়।
জানা যায়, এদিন স্থানীয় এক বাসিন্দা রেল লাইনের পাশে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই যুবকের দেহ দেখতে পান। সেই খবর ছড়াতেই এলাকায় মানুষের ভিড় জমে যায়। ঘটনস্থলে পৌঁছায় ডেবরা থানার পুলিশ।
সপ্তাহের শেষে ফের বৃষ্টি? কি বলছে হাওয়া অফিস?
স্থানীয়দের মারফত নিকটবর্তী রেল স্টেশন ও থানায় খবর দেওয়া হয়। আগে ওই এলাকায় ওই যুবককে কখনও দেখা যায়নি বলে দাবি স্থানীয়দের। কিভাবে যুবকের দেহ এই এলাকায় এলো? তা নিতে রীতিমত ধন্দ্বে রয়েছে এলাকাবাসী।
মৃত যুবকের নাম পরিচয় এখনও জানা যায়নি। এদিকে এই দেহ রেল উদ্ধার করবে নাকি লোকাল থানার পুলিশ উদ্ধার করবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এলাকাবাসীদের মধ্যেও রহস্যজনক এই দেহ উদ্ধারে কানঘুসো চলছে। ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের জামার পকেট থেকে একটি পরিচয়পত্র পাওয়া গিয়েছে, তাতে হেমন্ত কুমার সামন্ত নাম লেখা ও ঘাটালের মনসুকার ঠিকানা রয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন রেল ও পুলিশ আধিকারিকেরা। ইভিএম নিউজ