ব্যুরো নিউজ, ১৪ নভেম্বর: রেলগেটের রাস্তা 'মৃত্যু ফাঁদ'! ৭ দিনে ৫টি বড় দুর্ঘটনা |এরপরেও ঘুমোচ্ছে প্রশাসন?৭ দিনে ৫ টি বড় দুর্ঘটনা রেলগেটে। পশ্চিম বর্ধমান জেলার রূপনারায়ণপুর থেকে পিঠাকেয়ারি যাওয়ার রেলগেট এখন পরিণত হয়েছে 'মৃত্যু ফাঁদ'-এ। বায়ুদূষণের শীর্ষে দিল্লী! কতো নম্বরে কলকাতা? স্থানীয়দের অভিযোগ, এই রাস্তাদিয়ে প্রতিনিয়ত বহু মানুষের যাতায়াত, ডাবর মোড় থেকে পিঠাকিয়ারী গ্রামীণ হাসপাতাল, রূপনারায়ণপুর পঞ্চায়েত কার্যালয়-সহ এই এলাকার মানুষজনকে এই রেলগেট পারাপার করেই যাতায়াত করতে হয়। কিন্তু রেলগেটে বেরিয়ে থাকা বড় বড় পাথর, এবড়ো- খেবড়ো গর্ত এমন অবস্থার সৃষ্টি করেছে যে রেলগেট পারাপার করতে গিয়ে প্রতিদিনই দুর্ঘটনার শিকার হতে হচ্ছে সকলকে। এই অবস্থার কোথা রেল প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি।
স্থানীয়দের আরও অভিযোগ, এই রাস্তা দিয়ে বাইক টোটো নিয়ে যাতায়াত করতে গিয়ে বিপদের মুখে পড়তে হচ্ছে মানুষকে। বিশেষ করে অটো, টোটো, স্কুটির আরোহীরা এই রেলগেটে প্রায়শই প্রাণঘাতী দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন। প্রশাসনকে জানিয়েও কোনও লাভ না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয় মানুষজন। আসানসোল পুর নিগমের মেয়র তথা বিধায়ক বিধান উপাধ্যায় আশ্বাস দিয়ে জানান, আমিও দেখলাম যে খুবই খারাপ অবস্থা। যেকোনো সময় বড় বিপদ হতে পারে। তাই আমি ও ঊর্ধ্বতন রেল কর্তৃপক্ষ এবং ডিআরএম এর সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করার চেষ্টা করবো। ইভিএম নিউজ
