ইভিএম নিউজ ব্যুরো, ২৮ মার্চঃ গত ২৪ মার্চ অর্থাৎ শুক্রবার  রাহুল গাঁধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে দেশজুড়ে প্রতিবাদে নেমেছিল ভারতীয় কংগ্রেস পার্টি। কলকাতা সহ জেলার বিভিন্ন কোণে কোণে ছড়িয়ে পড়েছিল প্রতিবাদের আগুন। আর গোটা ঘটনাটির রেশ কাটতে  না কাটতেই ফের উত্তপ্ত হল শিলিগুড়ির হাসমিচ এলাকা। বিক্ষোভে সামিল হল দার্জিলিং জেলা কংগ্রেস। মঙ্গলবার অর্থাৎ আজ এই বিক্ষোভে নেতৃত্ব দেন জেলা কংগ্রেস সভাপতি শঙ্কর মালাকার। এছাড়াও বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলার অন্যান্য নেতৃত্ব সহ কংগ্রেস কর্মীরা।

বিক্ষোভের জেরে গত ২৪ মার্চ কালো পোশাকে সংসদ চত্বরে বিক্ষোভ কংগ্রেস সাংসদদের। বিক্ষোভে হাজির হয়েছিলেন সনিয়া গাঁধীও। ফলে শুক্রবার অবরোধ করা হয়  রেল থেকে রাস্তা । পাশাপাশি বিভিন্ন জায়গায় চলেছিল বিক্ষোভ। বিক্ষোভের ছবি  কলকাতা সহ  বাকি জেলাগুলিতেও   ফুটে উঠেছিল । হুগলির শ্রীরামপুর-সহ কয়েকটি জায়গায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন কংগ্রেস কর্মীরা। পাশাপাশি  রায়গঞ্জ-শান্তিপুরে রেল বন্ধ করা হয়েছিল, পুরুলিয়া-মেদিনীপুরের বহু রাস্তা অবরোধ  করে রাখা হয়েছিল। কংগ্রেসের এই কর্মসূচি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।

উল্লেখ্য, ২০১৯-র লোকসভা নির্বাচনে দু’টি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দিতা করেন রাহুল গান্ধী। এই দু’টি কেন্দ্র হল যথাক্রমে উত্তরপ্রদেশের অমেঠি ও কেরলের ওয়ানাড। পাশাপাশি ২০০৪ থেকে অমেঠিতে লাগাতার জিতে আসছিলেন রাহুল গান্ধী। যদিও ২০১৯-এ বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির কাছে হেরে যান তিনি। তবে ওয়ানাড থেকে জিতে লোকসভায় গিয়েছিলেন সোনিয়া-পুত্র। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একের পর এক আক্রমণ করেন রাহুল গান্ধী। তিনি বলেন,সব চোরদেরই পদবী মোদী হয় কেন? বিভিন্নভাবে মোদী সরকারকে কটাক্ষ করেছে তিনি।  ফলে জন প্রতিনিধিত্ব আইন অনুযায়ী তাঁকে পদ থেকে খারিজ করা হয়। তবে তাঁর সাংসদ পদ খারিজ হওয়ায় ২০২৪-র লোকসভা ভোটে বিরোধী জোট যে তৈরি হতে পারে, এদিন সেই ইঙ্গিত দেন রাহুল গান্ধী। এবং এই ইস্যুতে প্রতিবাদ জানানো সমস্ত বিরোধী দলকে ধন্যবাদ জানান তিনি।

 

রাহুলের সাংসদের পদ খারিজ ইস্যুতে অধীর চৌধুরী বলেন, ‘রাহুল গাঁধীর বিরুদ্ধে এটা প্রতিহিংসার রাজনীতি মোদি সরকারের।’ তিনি আরও বলেন,’ এটা প্রতিহিংসার রাজনীতি। যেহেতু রাহুল গাঁধী জনপ্রিয়তা অর্জন করেছেন।ফলে এটা একটি স্বৈরাচারী সরকারের নিষ্ঠুর প্রদর্শন।’ এই প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সমর্থন করেন এই প্রতিবাদী আন্দোলনকে।

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর