রাম

ব্যুরো নিউজ, ২০ ডিসেম্বর: রাম মন্দির: আমন্ত্রন আদবানি জোশিকে

২০১৪ সালে দিল্লীতে ইউপিএ- কে পরাস্ত করে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরেই দলে প্রায় ব্রাত্য হয়ে গিয়েছিলেন প্রাক্তন দুই হেভি ওয়েট মন্ত্রী। এবার আসন্ন রাম মন্দির প্রতিষ্ঠার অনুষ্ঠানে আমন্ত্রন পেলেন প্রাক্তন উপ- প্রধানমন্ত্রী লাল কৃষ্ণ আদবানি ও প্রাক্তন উচ্চ শিক্ষা মন্ত্রী ডঃ মুরলী মনোহর জোশি। রাম মন্দির ট্রাস্টের তরফ থেকে জানানো হয়েছে, ওই দুই প্রাক্তন হেভি ওয়েট মন্ত্রীকেই এবার আমন্ত্রন জানানো হচ্ছে। ট্রাস্টের সচিব চম্পত রাই জানান, আদবানিজির বয়স এখন ৯৬। আর মুরলী মনোহর জোশির বয়স ৮৯। তাঁরা মন্দির উদ্বোধনীর দিনে আসবেন বলে জেদ ধরেছেন। তবুও ট্রাস্টের পক্ষ থেকে বয়সের কারনে তাঁরা যেন ঝুঁকি নিয়ে না আসেন সেই অনুরোধও করা হয়েছে।

দুয়ারে সরকার কর্মসূচীতে শাড়ি বিলি | পাত পেড়ে খাওয়ানো হলো মাংস ভাত

ওই দুই নেতাই সঙ্ঘ পরিবারের অতি পুরাতন সদস্য ও রাম মন্দির তৈরির অন্যতম পুরোধা। প্রথমত দিল্লীতে এখন শীতের দাপট মারাত্মক। তাছারা আদবানিজির হাঁটুতে অপারেশন হয়েছে। দীর্ঘ প্রায় এক দশক ওই দুজন ব্রাত্য থাকলেও মসজিদ ভাঙ্গার সময় তাঁদের ভূমিকা ছিল যথেষ্ট। তাই তাঁরা ২২ জানুয়ারির অনুষ্ঠানে যাতে আসেন তাই অনুরোধ করেছেন বিশ্ব হিন্দু পরিষদের কার্যনির্বাহী সভাপতি অলক কুমার। একই সঙ্গে উদ্যক্তাদের পক্ষ থেকে আমন্ত্রন জানানো হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়াকে। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর