ব্যুরো নিউজ, ২৬ ডিসেম্বর: রামলালার গয়না, বাসনপত্র, পোষাক কোথা থেকে আসবে জানেন কি?

রামায়ণে বলা হয়েছে, অযোধ্যার রাজা রামের সঙ্গে বিয়ে হয় জনকপুরের রাজা জনকের কন্যা সীতার। মহাকাব্য অনুযায়ী সেই জনকপুর এখন নেপালে অবস্থিত। তাই সেখান থেকেই আসছে রামের জন্য নানা উপহার।
নেপালের সংবাদমাধ্যমগুলির খবর অনুযায়ী, রাম মন্দির উদ্বোধনের একদিন আগেই নেপাল থেকে গয়না, বাসনপত্র, জামাকাপড়, মিষ্টি -সহ বহু উপহার অযোধ্যায় আসবে। সেই উপহার মাথায় করে আনবেন সীতার বাপের বাড়ির বর্তমান সদস্যরা।
সংবাদ মাধ্যমের প্রকাশ করা খবর অনুযায়ী, ১৮ জানুয়ারি জনকপুর থেকে যাত্রা শুরু হবে। জনকপুরধাম থেকে জলেশ্বরনাথ, মালংওয়া, সিমরৌংগড়, গাধিমাই বীরগঞ্জ হয়ে ভারতে প্রবেশ করবে যাত্রাটি। এরপর বেটিয়া, কুশিনগর, সিদ্ধার্থ নগর, গোরখপুর হয়ে ২০ জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় শেষ হবে যাত্রাটি। ওই দিন শ্রীরাম জন্মভূমি মন্দির ট্রাস্টের হাতে উপহার সামগ্রী তুলে দেবেন জানকি মন্দিরের প্রতিনিধিরা। ২২ জানুয়ারি রামলালার অভিষেক অনুষ্ঠানেও অংশগ্রহণ করবেন তারাও। ইভিএম নিউজ