রামমন্দিরে

ব্যুরো নিউজ, ২৫ জানুয়ারি: রামমন্দিরের দান বাক্সে প্রথম দিনেই ৩ কোটি ১৭ লক্ষ টাকা ভক্তদের দান 

চলতি বছরের ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন হয়েছে। প্রথম দিন সাধারণের জন্য মন্দিরের দরজা বন্ধ রাখা হয়েছিলো। বুধবার থেকে সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে মন্দিরের দরজা। প্রথমদিনই পাঁচ লক্ষ ভক্ত এসেছিলেন রামলালার দর্শনের জন্য। দর্শনের পাশাপাশি তারা মুক্তহস্তে দানও করেছেন। আর সেই দানের পরিমাণ শুনলে অবাক হয়ে যাবেন অনেকেই।

কুসংস্কারের বলি ৫ বছরের শিশু

জানা গিয়েছে, মন্দিরে ১০টি কাউন্টার খোলা হয়েছিল দান গ্রহণ করার জন্য। পাশাপাশি ছিল অনলাইন ডোনেশনের ব্যবস্থাও। রামমন্দিরের সদস্য অনিল মিশ্র জানিয়েছেন, প্রথম দিনেই মন্দিরের দান বাক্সে কয়েক কোটি টাকা জমা পড়েছে। আপাতত মন্দির কর্তৃপক্ষ মঙ্গলবারের দানের হিসাব করে উঠতে পেরেছেন।

সেই হিসেব অনুযায়ী, রামলালার জন্য প্রথম দিন সব মিলিয়ে ৩ কোটি ১৭ লক্ষ টাকা দান করেছেন ভক্তরা। অনলাইন ও মন্দিরের ১০টি কাউন্টারে জমা পড়া অর্থ মিলিয়ে এই হিসাব হয়েছে। এছাড়া উদ্বোধনের আগে বিভিন্ন রাজ্য থেকে রামলালার বিগ্রহের জন্য নানা দানসামগ্রী এসেছে। আর কেন্দ্র আগেই জানিয়ে দিয়েছিলো, গোটা দেশ থেকে আসা দানের অর্থে অযোধ্যার রামমন্দির নির্মিত হয়েছে। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর