রাজ্যে

ব্যুরো নিউজ, ২২ ডিসেম্বর: রাজ্যে ৫ করোনা আক্রান্তের হদিশ

ভয় বাড়াচ্ছে করোনার নয়া প্রজাতি। ইতিমধ্যেই কেন্দ্রের তরফ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। হাসপাতালগুলিকেও তৈরি থাকতে বলা হয়েছে।
সংসদে আটোসাটো নিরাপত্তার সিদ্ধান্ত কেন্দ্রের | পুলিশের বদলে সিআইএসএফবিশ্বজুড়ে উদ্বেগ বাড়িয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন.১। ওমিক্রনের এই নতুন মিউটেশন কতটা উদ্বেগের কারণ হতে পারে, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে 'হু'। এসবের মধ্যেই বাংলায় পাঁচ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে।

রাজ্যে বর্তমানে পাঁচ জন করোনা পজেটিভ রয়েছেন। তাঁদের মধ্যে তিন জন হাসপাতালে ভর্তি। বাকি দু’জন রয়েছেন হোম আইসোলেশনে। এরমধ্যে এক ৬ মাসের শিশু ভর্তি রয়েছে কলকাতা মেডিক্যাল কলেজে। অপর দু’জন ভর্তি রয়েছে বেসরকারি হাসপাতালে। ওই দু’জনের হার্টের সমস্যা রয়েছে বলেও জানা যাচ্ছে।

কেন্দ্রের থেকে ইতিমধ্যেই কোভিড নিয়ে গাইডলাইন পাঠানো হয়েছে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে। এরপরই বুধবার বাংলার করোনা পরিস্থিতি নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দফতরের কর্তারা। বৈঠকে রাজ্যজুড়ে করোনা পরিস্থিতির উপর নজরদারি আরও বাড়ানোর পরামর্শ দেওয়া হয়। এরপরই কোভিডের উপর নজরদারি আরও বাড়ানো শুরু হয় রাজ্য জুড়ে। তাতেই পাঁচ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর