ব্যুরো নিউজ, ২ অক্টোবর: রাজভবনে গান্ধী মূর্তি উন্মোচন করলেন রাজ্যপাল
আজ ২রা অক্টোবর গান্ধীজয়ন্তী। এদিন সকাল ৮ টায় রাজভবনে গান্ধী মূর্তি উন্মোচন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মহাত্মা গান্ধীর শুভ জন্মদিবস উপলক্ষে এই কর্মসূচি গ্রহণ করা হয় আজ।
এদিন রাজ্যপাল বলেন, ‘ব্রিটিশদের বিরুদ্ধে গান্ধীজি লড়াই শুরু করেছিলেন। গান্ধীজি সন্ত্রাসের বিরুদ্ধে ছিলেন, আর বর্তমানে দুর্নীতি ও সন্ত্রাস চলছে, তাই তাঁকে স্মরণ করা উচিৎ’।
রাজ্য বিজেপি-সহ কেন্দ্রকে তিব্র কটাক্ষ
পাশাপাশি এদিন গান্ধী মূর্তিতে মাল্যদান করলেন বিজেপির মহিলা মোর্চা ও কংগ্রেসের পক্ষ থেকে মাল্যদান করেন প্রদীপ ভট্টাচার্য। এদিন প্রদীপ ভট্টাচার্য বলেন, “আজকের দিনে কোনও বিভাজনের রাজনীতি আসুক এটা আমরা কেউ চাইনা”। ইভিএম নিউজ