ভোল বদলে গেলো আয়রনম্যানের! মুখে বয়সের অজস্র বলিরেখা দেখা যাচ্ছে। কপাল পেরিয়ে চওড়া হয়ে গিয়েছে টাক, এলোমেলো চুলে ভক্তদের সামনে ধরা দিলেন আয়রনম্যান তথা অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র। তাঁকে দেখে আপনার মনে একটাই প্রশ্ন আসতে পারে, বয়স কি তাঁর এক দশক বেড়ে গেলো?

আয়রন ম্যান মানেই হলিউড প্রেমীদের কাছে ড্যাশিং-পুশিং একজন চরিত্র। বিভিন্ন বাহারি পোশাকে দর্শকদের সামনে ধরা দিয়েছেন তিনি। সেই ধনকুবের গবেষকেরই কিনা এই হাল! তাঁর এই হেন হাল দেখে ভক্তদের দুশ্চিন্তার শেষ নেই। তাই ভক্তদের চিন্তার অবসান ঘটাতে তিনি বলেন, তাঁকে যে অবস্থায় দেখা যাচ্ছে তা আসলে একটি সিরিজের জন্য তৈরি করা ‘লুক’। রবার্ট ডাউনি জুনিয়র আরও বলেন, কিছু দিন পরই প্রকাশ পেতে চলেছে তাঁর নতুন কাজ “দ্য সিম্প্যাথাইজার”। এই সিরিজের যে চরিত্রে তিনি অভিনয় করছেন তার জন্যই এই রূপ তৈরি করেছেন তিনি।

প্রসঙ্গত, রবার্টের দুই পুত্র এক্সাটন ও আরভি তাঁদের বাবার নতুন লুক সামাজিক মাধ্যমে প্রকাশ করেন। মুহূর্তেই ভাইরাল হয় সেই ছবি। প্রায় ২০ লক্ষ মানুষ তাঁর সেই ছবি দেখেন, সেখানেই তৈরি হয় ‘লুক’ নিয়ে যত বিভ্রান্তি। ২০২১ সালের জুলাইতে ‘দ্য সিম্প্যাথাইজার’-এ অভিনয় করার কথা ঘোষণা করেন তিনি। এখানে একই সঙ্গে অনেকগুলি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর