ইভিএম নিউজ ব্যুরো, ১১ফেব্রুয়ারিঃ শুরু থেকেই ম্যাচের হ্রাস নিজেদের দখলে রাখার পর , তৃতীয় দিনের শেষে ম্যাচের স্কোর শিট অনুযায়ী রঞ্জি ট্রফির সেমিফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে চালকের আসনে বাংলা। প্রথম ইনিংসে বাংলার সংগ্রহ চারশো আটত্রিশ রান। জবাবে গত বারের চ্যাম্পিয়ন মধ্যপ্রদেশের প্রথম ইনিংস শেষ হয় একশো সত্তর রানে।প্রথম ইনিংসে দুশো আষট্টি রানে এগিয়ে থেকেও বাংলা অধিনায়ক মনোজ তিওয়ারি মধ্যপ্রদেশ কে ফলো-অন করাননি।
বাংলার সফল বোলার আকাশ দীপ।বিয়াল্লিশ রান দিয়ে তাঁর সংগ্রহের ঝুলিতে পাঁচ টি উইকেট। শাহবাজ তিরিশ রানের বিনিময়ে পান দুটি উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে বাংলার সংগ্রহ দুই উইকেটে ঊনষাট রান।ওপেনিং জুটি করণলাল উনিশ রানে এবং অভিমূন্য ঈশ্বরন সতেরো রানে আউট হয়ে প্যাভিলিয়নের পথে রওনা দিলে প্রথম ইনিংসে দুই শতরানকারী ব্যাটসম্যান সুদীপ ঘরামী বারো রান ও অনুষ্টুপ মজুমদার নয় রানে ব্যাট করছেন।তৃতীয় দিনের শেষে হাতে আট উইকেট নিয়ে তিনশো সাতাশ রানে এগিয়ে বাংলা দল। ফলে রঞ্জি ট্রফির ফাইনালে ওঠার দৌড়ে বেশ সুবিধাজনক জায়গায় রয়েছে বেঙ্গল ওয়ারিওরসরা।