অরূপ পাল, ১৪ ফ্রেব্রুয়ারিঃ রঞ্জি ট্রফির ফাইনালে বাংলার সামনে সৌরাষ্ট্র। ষোলো ফেব্রুয়ারি ইডেনে ফাইনালে দুই দল মুখোমুখি। দু হাজার উনিশ কুড়ি মরসুমে রাজকোটে সৌরাষ্ট্রের কাছে হেরে ফিরতে হয়ে ছিল বাংলা কে। কিন্তু এবার ঘরের মাঠে সেই সৌরাষ্ট্রকে হারিয়েই চ্যাম্পিয়ন হওয়াই টার্গেট বাংলার। তেত্রিশ বছর পর আরও একবার চ্যাম্পিয়ান হওয়ার হাতছানি বাংলার সামনে। রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হলে এটাই হয়তো ঘরোয়া ক্রিকেটে শেষ ম্যাচ অধিনায়ক মনোজ তিওয়ারির। তিনি ঘনিষ্ঠ মহলে বলেছেন, রঞ্জি ট্রফিতে চ্যাম্পিয়ন হলে আর খেলবেন না। মরসুমের শুরু থেকেই বাংলা অধিনায়ক এই সিদ্ধান্তে অনড় ছিলেন। এখন দেখার স্বপ্ন পূরণ হলে বাংলা দল থেকে মনোজ তিওয়ারি অবসর নেন কিনা। তবে সূত্রের খবর মনোজ অবসর নিচ্ছেনই।
