ইভিএম নিউজ ব্যুরো, ১৫ মার্চঃ যানবাহনের চাপ কমাতে এবার তৃতীয় সেতু নির্মাণ পরিকল্পনা করছে সরকার। দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়ার বাউড়িয়ায় চলছে সরকারি কথাবার্তা। কলকাতা সহ হাওড়া শহরতলির যানজট সমস্যা কমানোর জন্যই এই নয়া পরিকল্পনা । মঙ্গলবার একটি আলোচনা সভায় ওঠে আসে গঙ্গাতটে নয়া সেতু তৈরির ভাবনা।
মূল বিষয়টি হল এই দুটি জায়গায় নদী অনেকটাই চওড়া। ফলে সেতু তৈরিতে অনেকটাই সহজ হবে বলে মনে করা হয়েছে। দ্বিতীয় ব্রিজের টোলওয়ে কোম্পানি প্রাইভেট লিমিটেড’ (এসভিবিটিসি) আয়োজিত কলকাতা-হাওড়া অঞ্চলে যানচলাচলের সুগম বন্দোবস্ত নিয়ে মঙ্গলবার একটি আলোচনাসভায় ওঠে গঙ্গাতটে নয়া সেতুর নির্মাণ সম্পর্কে।
এই প্রসঙ্গে পূর্ত দফতরের চিফ ইঞ্জিনিয়ার রাজীব চট্টরাজ বলেন, যানজটের চাপ কমাতেই এই নয়া পরিকল্পনা। জানা গিয়েছে ,এই নয়া ভাবনা নিয়েই কেন্দ্রের সঙ্গে একযোগে প্রয়াস চলেছে হাইওয়ে সম্প্রসারণের।
পাশাপাশি সরকারের বক্তব্য, প্রতিনিয়ত কলকাতা বন্দরে যে সমস্ত কন্টেনার আসে তার মূল চাপ পড়ে কলকাতা ও তার সংলগ্ন এলাকাগুলির রাস্তার উপরে। ফলে নয়া এই সেতু তৈরিতে অনেকটাই কমবে শহরের রাস্তাঘাটের সমস্যা । তবে এই সেতুর আর্থিক ব্যয়বরাদ্দের হিসেব এখনও কিছুই করা হয়নি। পাশাপাশি সেতুর সঙ্গে কলকাতাতে একটি রিং রোড বানানোর ভাবনায় রয়েছে ।
এই প্রসঙ্গে অর্থ দপ্তরের প্রজেক্ট ক্লিয়ারেন্স কমিটির চেয়ারম্যান শ্রীকুমার ভট্টাচার্যের বলেন, ‘একদিকে যেমন রয়েছে উড়ালপুল ও টানেল। অন্যদিকে নদী ও খালের মাধ্যমে পরিবহণ। পাশাপাশি ট্রাম-রোপওয়ে-লাইট ট্রানজিট রেল সিস্টেমের বহুমুখী বিকাশেই যান চলাচল সুগম হবে কলকাতার বুকে। এই প্রসঙ্গে সংস্থার সিইও অঞ্জন রায়চৌধুরী বলেন, পশ্চিমবঙ্গ তথা উত্তর-পূর্বের রাজ্যগুলির দ্রুত উন্নয়নের ফলেই কলকাতায় যানজটের সমস্যা আরও বাড়বে।