ব্যুরো নিউজ, ১ সেপ্টেম্বর: জলপাইগুড়ি:- যাত্রী সুরক্ষা আঁটোসাটো করতে উদ্যোগ। যাত্রী সুরক্ষা আঁটোসাটো করতে উদ্যোগী হলো রেল পুলিশ।
যাত্রী সুরক্ষা আঁটোসাটো করতে উদ্যোগী হলো রেল পুলিশ।সম্প্রতি মাদুরাইতে ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ও বন্দে ভারত-সহ অন্যান্য ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনাও পাশাপাশি ট্রেনে অগ্নিকাণ্ড এড়াতে বিশেষ সচেতনতা প্রচারের উদ্যোগ নিলো রেল পুলিশ।
এই কর্মসূচির অধীনে জলপাইগুড়ি রোড স্টেশনে সচেতনতা প্রচারে নামে RPF আধিকারিকেরা। তারা অসম ও শিলিগুড়ি মুখী বিভিন্ন ট্রেনে সচেতনতা প্রচার চালায় বলে জানান RPF আধিকারিক। এরই পাশাপাশি রেল চায় হকার মুক্ত ট্রেন, তারও প্রচার চালানো হয়। ইভিএম নিউজ