ব্যুরো নিউজ, ১ সেপ্টেম্বর: জলপাইগুড়ি:- যাত্রী সুরক্ষা আঁটোসাটো করতে উদ্যোগ। যাত্রী সুরক্ষা আঁটোসাটো করতে উদ্যোগী হলো রেল পুলিশ।

যাত্রী সুরক্ষা আঁটোসাটো করতে উদ্যোগী হলো রেল পুলিশ।সম্প্রতি মাদুরাইতে ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ও বন্দে ভারত-সহ অন্যান্য ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনাও পাশাপাশি ট্রেনে অগ্নিকাণ্ড এড়াতে বিশেষ সচেতনতা প্রচারের উদ্যোগ নিলো রেল পুলিশ।

টিকিটে কত ছাড় দিচ্ছে রেলওয়ে ? 

এই কর্মসূচির অধীনে জলপাইগুড়ি রোড স্টেশনে সচেতনতা প্রচারে নামে RPF আধিকারিকেরা। তারা অসম ও শিলিগুড়ি মুখী বিভিন্ন ট্রেনে সচেতনতা প্রচার চালায় বলে জানান RPF আধিকারিক। এরই পাশাপাশি রেল চায় হকার মুক্ত ট্রেন, তারও প্রচার চালানো হয়। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর