ইভিএম নিউজ ব্যুরো, ২ মার্চঃ ম্যাসাজ পার্লারের আড়ালে চুটিয়ে চলছিল দেহব্যবসা। গোপনসূত্রে খবর পেয়ে সেখানে হানা দিয়ে, গতবছর কয়েকজনকে আটক করেছিল পুলিশ। কিন্তু সেই চক্রের মূল চাঁই, বিহারের বেগুসারাই এর বাসিন্দা ৩২ বছরের অখিলেশ কুমার, এতদিন অধরাই ছিল। শেষপর্যন্ত গত ২০ শে ফেব্রুয়ারি শিলিগুড়ি মহকুমা আদালতে হাজির হয়ে নিজেই আত্মসমর্পণ করে, অভিযুক্ত অখিলেশ কুমার। বৃহস্পতিবার তাঁকে সাতদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে, শিলিগুড়ি মহকুমা আদালত।
শিলিগুড়ি মহিলা থানাসূত্রে জানানো হয়েছে ম্যাসাজ পার্লারের নাম করে ওয়েবসাইট বানিয়ে, প্রথমে অনলাইনে দেহ ব্যবসার যোগাযোগ করিয়ে দেওয়া হত। অভিযোগ পেয়ে গত ২২ শে ডিসেম্বর ওই মাসাজ পার্লারে অভিযান চালিয়ে, এক মহিলা সহ তিনজনকে গ্রেফতার করে, শিলিগুড়ি মহিলা থানার একটি দল। ধৃতদের জেরা করে উঠে আসে এই চক্রের মূল পান্ডা অখিলেশ কুমারের নাম। তবে দীর্ঘদিন ধরে পলাতক ছিল অভিযুক্ত অখিলেশ কুমার। এমনকী অখিলেশের খোঁজে বিহারে গিয়েও খালি হাতেই ফিরতে হয়েছিল, শিলিগুড়ি মহিলা থানার তদন্তকারীদের। কিন্তু আচমকাই পুলিশকে অবাক করে দিয়ে গত ২০ শেষ ফেব্রুয়ারি শিলিগুড়ি মহকুমা আদালতে এসে, নিজেই আত্মসমর্পণ করে অখিলেশ কুমার।
আপাতত ধৃতকে জেরা করে, এই অসাধু চক্রের সঙ্গে আরও কারা জড়িত, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।