উফ…উরফি! হ্যাঁ, সোশ্যাল মিডিয়া সেনসেশন উরফি জাভেদকে দেখে নেটিজেনরা আপাতত এটাই বলছে। কারণ, উরফি রোজ রোজ চমক দিচ্ছেন। তবে এবার তিনি ভেঙে ফেললেন নিজের আগের রেকর্ড। এবার তিনি হাজির হলেন ম্যাডোনার ৯০ এর দশকের আইকনিক লুকে। শঙ্কু আকৃতির সঙ্গে পড়লেন কালো রঙের মখমলী ধুতি। সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করেছেন সেই ভিডিও। লিখেছেন, “কন হ্যায় উও জিসনে দোবারা মুরকে মুঝে নেহি দেখা।“ শঙ্কু আকৃতির ব্রালেট বোঝাতেই মজার ছলে “কন” কথাটা লিখেছেন তিনি। ৯০ দশকে এইরকমই শঙ্কু আকৃতির ব্রালেট পোশাকে লাইভ স্টেজ শোয়ে হাজির হতে দেখা যেত ম্যাডোনাকে। বিতর্কও কিছু কম হয়নি। সেই বিতর্ক আরও একবার উসকে দিচ্ছেন উরফি।
অভিনব ফ্যাশনের জন্য উরফি কিন্তু সবার নজর কাড়ে বার বার। কখনও প্লাসটিকের পোশাক, কখনও কাগজের, আবার কখনও সারা শরীরের দড়ি জড়িয়ে বেরিয়ে পড়েন রাস্তায়। আর এবার উরফি যেটা করেছে তা দেখে সবার চক্ষু চড়ক গাছ। হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি।পরে ‘বিগ বস ওটিটি’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে আপাতত তিনি খবরে থাকছেন নিজের ফ্যাশন স্টেটমেন্ট এর জন্য।
