চার পেয়ে জন্তু তো আকছার দেখা যায়। সেখানে মুলত দু পেয়েরা হল হাঁস মুরগি অথবা বিভিন্ন পাখি। কিন্তু চার পেয়ে মোরগ কখনও কি দেখেছেন? দেখেননি তো! দেখেবেনই বা কি করে! সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে চার পেয়ে মোরগের ভিডিও। এমন অদ্ভুত শারীরিক গঠনের মোরগের দাম শুনলে চমকে যাবেন আপনিও। বাংলাদেশের নাচোল উপজেলার একটি পার্কেই এই মোরগের বাস। চারপায়ে লাফিয়ে বেড়ানো মোরগকে কেন্দ্র করে চলছে বেশ তরজা। তাকে দেখতে ভিড় জমাচ্ছেন ছোট থেকে বড় সকলেই।
শফিকুল ইসলাম নামের এক বাংলাদেশি প্রযুক্তিগত পদ্ধতির মাধ্যমে বিভিন্ন ধরনের হাঁস, মুরগির ডিমের ব্যবসা করেন। পাশাপাশি তিনি বায়োটেকের মাধ্যমে ডিম থেকে বাচ্চাও ফোটান। এই কাজ করায় শফিকুলের পরিচিতি ছিল অনেক আগে থেকেই। তাই গ্রামেরই একজন তাঁকে ওই পদ্ধতিতে ডিম থেকে বাচ্চা ফোটানোর কাজে নিয়ে যান। ওই ব্যক্তির কাছেই ছিল ১০ মাসের চার পেয়ের একটি মোরগ। তিনি মোরগটিকে শফিকুলকে দিয়ে দেন। সেই ব্যক্তি বলেন, তখন তিনি মনে করেন এই মোরগের তিনি কোনও দাম পাবেন না। কিন্তু গোকুলে বাড়া সেই মোরগ লোকজনের নজরে পড়ে যায়।
চাপাই নবাবগঞ্জে নাচোলের গ্রিনল্যান্ড শিশুপার্কের যিনি মালিক তিনি ওই মোরগটিকে পরে ৩০০ টাকা দিয়ে সফিকুলের কাছ থেকে কেনেন। এখন সেখানেই থাকে সেই বিরল রূপী মোরগ। তবে এই মোরগ দিনের পর দিন দামী হয়ে উঠছে। দাম উঠেছে পঞ্চাশ হাজার টাকা।