মেট্রো

ব্যুরো নিউজ, ৮ জানুয়ারি: মেট্রো স্টেশন এলাকায় বিধ্বংসী আগু | পুড়ে ছাই একের পর এক ঝুপড়ি

কুঁদঘাট মেট্রো স্টেশন লাগোয়া এলাকায় ভয়াবহ আগুন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা।

‘এলাকায় রয়েছে শাহজাহান, যোগাযোগ রেখেছেন, দেখাও হচ্ছে’ | শাহজাহানকে নিয়ে ‘বোম’ ফাটালেন পঞ্চায়েত প্রধান

জানা গিয়েছে, কুঁদঘাট মেট্রো স্টেশনের কাছে এক বস্তিতে আগুন লাগে। বিদ্যুৎ-এর গতিতে ছড়িয়ে পড়ে আগুন। একের পর এক ঝুপড়িতে আগুন লেগে যায়। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে পৌছায় দমকলের ৪ টি ইঞ্জিন। জোরকদমে চলছে আগুন নেভানোর কাজ।

তবে কীভাবে আগুন লাগল সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ইতিমধ্যেই বস্তিতে বসবাসকারীদের সেখান থেকে সরানোর কাজ শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।

ঘটনাস্থলে প্রথমে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। কিন্তু আগুনের দাপট এতটাই বেশি যে তিনটি ইঞ্জিন দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ঠ বেগ পেতে হয় দমকলকে। এরপর আরও একটি ইঞ্জিন পৌছায় ঘটনাস্থলে। এই নিয়ে মোট চারটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ  চালাচ্ছে।

স্থানীয়রা জানায়, সোমবার সকালে হঠাৎই পোড়া পোড়া গন্ধ পায় তারা। এরপরই নজরে আসে আগুন। নিমেষেই ছড়িয়ে পড়ে আগুন। আগুনের লেলিহান শিখা গ্রাস করে গোটা বস্তি। পুড়ে ছাই হয়ে যায় একের পর এক ঝুপড়ি। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর