ব্যুরো নিউজ, ১ সেপ্টেম্বর: মৃতকে জীবিত দেখিয়ে দলিল জাল! মৃত ভাইকে জীবিত দেখিয়ে দলিল জাল করার আভিযোগ।
সঞ্জয় বসাকের মৃত্যুর ঠিক কিছু দিনের মধ্যে সঞ্জয় বসাকের বোন কৃষ্ণা বসাক পাল সেই বাড়ির দলিল জাল করেন বলে আভিযোগ। অবৈধ ভাবে দলিল করে নিজের নামে করে নেন, এমনই অভিযোগ এনে চৈতালি বসাক দে হাতিবাগান বটতলা থানায় মামলা দায়ের করেন।
জালে মাছের বদলে ‘মগরমাছ’
যদিও সঞ্জয় বশাক তাঁর মৃত্যুর আগে দলিল করেন যে, তাঁর মৃত্যুর পরে তারা ভাই বোন উভয়ই এই বাড়ি রামকৃষ্ণ মিশনের নামে দানপত্র করে দেবেন। আদতে দেখা যায় যে সঞ্জয় বসাকের মৃত্যুর পরে সেই বাড়ির সামনে রামকৃষ্ণ মিশন বেদান্তমঠ বুক ষ্টোর নামে বোর্ড লাগানো হয়। ঘটনায় জালিয়াতি ভাবে বাড়ি দখলের আভিযোগ আনেন চৈতালি বসাক দে। ইভিএম নিউজ