ইভিএম নিউজ ব্যুরো, ১৪ মার্চঃ হাওড়ার পাচঁলার শেখপাড়া গ্রামে মুড়ির গোডাউনে লাল চন্দন মজুতের খবর পেয়ে ধরতে গিয়ে শুল্ক কর্তাদেরই থানার আটকে রাখল পুলিশ। আর সেই অভিযানে গিয়েই বাধার মুখে পরতে হয় আধিকারিকদের। অভিযোগ উঠেছে দীর্ঘক্ষণ থানায় বসিয়ে রাখা হয়েছিল শুল্ক আধিকারিকদের। অবশেষে শুল্ক কমিশনারের হস্তক্ষেপে থানা থেকে ছাড়া পান আধিকারিকেরা।
শুল্ক দফতর সূত্রে খবর, হাওড়ার ওই মুড়ি কারখানার গোডাউনে তল্লাশি চালানোর কথা ছিল তাদের। সেই মতো শুক্রবার রাতে হানাও দেন শুল্ক আধিকারিকেরা। এবং যেটির নেতৃত্বে ছিলেন শুল্ক দফতরের আধিকারিক এ আর রাও। তাঁদের অভিযোগ, সেই খবর পেয়ে পুলিশও সেখানে আসে এবং তাদের ভুল অনুমান করে থানায় তুলে নিয়ে যায়। এইদিকে পলিশের অভিযোগ, যেখানে যে শুল্ক আধিকারিকেরা হানা দেবে সেই বিষয়টি জানাইনি আমাদের।
সূত্রে খবর, সেখান থেকে তল্লাশি চালিয়ে প্রায় ৪৭২ কিলো লাল চন্দন উদ্ধার করা হয়েছে। এবং জার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা। আরও জানা গিয়েছে চন্দন কাঠগুলি ওড়িশা থেকে চিনে পাচারের পরিকল্পনা ছিল পাচারকারীদের। আপাতত পাচারকারীদের খোঁজ চলেছে। অন্যদিকে মুড়ির গোডাউনে চন্দন কাঠের খবর পেয়ে অবাক হয়ে যান স্থানীয়রা। তাঁদের বক্তব্য, সেখানে মুড়ি ভাজার পাশাপাশি চাল এবং ছোলা ভাজাও হত। তবে জ্বালানির ফাঁকেই হয়তো চন্দন কাঠগুলি মজুত করা হয়েছিল বলে মনে করছেন স্থানীয়দের অনেকেই।