ফের বড়সড় গলদের মুখে মুখ বাঁচালো মুম্বই পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তা বলয়ে ঢোকার মুখে ধৃত ভুয়ো পরিচয় দেওয়া এক ব্যক্তি। ধৃতের নাম রামেশ্বর মিশ্র। বয়স ৩৫ বছর। গ্রেফতার হয় ওই যুবক। জানা গিয়েছে, সমাবেশে প্রবেশে নিজেকে সেনাবাহিনীর গার্ডস রেজিমেন্টের জওয়ান বলে পরিচয় দেয় ওই ব্যক্তি। অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। গত ১৯ জানুয়ারি মেট্রোরেল সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করতে মুম্বই যান নরেন্দ্র মোদি। সেখানে সভাটি শুরু হয় বান্দ্রা – কুরলা এলাকায়। সভা শুরুর ঘন্টা দেড়েক আগে ঘটনাটি ঘটে। সূত্রের খবর ,ধৃত ব্যক্তি ভিআইপি গেট দিয়ে ঢোকার চেষ্টা করে । অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী ১৭১ ,৪৫৬ ,৪৬৮ ও ৮৭১ ধারায় মামলা রুজু করা হয়। আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত পুলিশ হেপাজতে থাকার নির্দেশ দিয়েছে আদালত। প্রশ্ন উঠেছে কেন বার বার প্রধানমন্ত্রীর নিরাপত্তায় এমন ঘটনা ঘটছে। এর আগেও কর্ণাটকের হুবলিতে ও পঞ্জাবে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এমন ঘটনা ঘটেছিল।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর