শুভ আচার্য, ১৯ এপ্রিলঃ (Latest News) মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরীর। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত তুলোধোনা করে বিধায়ক বলেন, ‘পশ্চিমবঙ্গে আইনের শাসন আছে বলে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি করছেন, ঠিক তখনই পুলিশের খাতায় পলাতক একজন খুনের আসামী বহাল তবিয়তে ইসলামপুরে এসে রাতারাতি তৃণমূল ব্লক-কমিটি গঠন করে দিল কি করে? এখানকার গোয়েন্দা বিভাগ কি ঘুমাচ্ছিল? পুলিশ তখন কি করছিল? তারা কি সেই আসামিকে চোখে দেখতে পায়নি? নাকি তাদের হাত-পা উপরমহল থেকে বাঁধা ছিল?

করিমের আরও বক্তব্য, আমি কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীকে বলেছিলাম পুলিশকে স্বাধীন ভাবে কাজ করতে দিতে। কিন্তু আজও সেদিকে কোনও ভ্রূক্ষেপ নেই মূখ্যমন্ত্রীর। কি করে একজন খুনের আসামী পুলিশের চোখে ধুলো দিয়ে ইসলামপুরে এসে কমিটি করে দিয়ে আবার রাতারাতি চলে গেল? এসব কি কিছুই পুলিশ দেখতে পারে না চোখে? পুলিশ দেখেও না দেখার ভান করে রয়েছে। গোয়েন্দা বিভাগ কি ঘুমাচ্ছে?

বিধায়কের সর্বশেষ সংযোজন, ‘একটা সময় আইন-শৃঙ্খলা নিয়ে এ রাজ্যে গর্ব করার মতো অবস্থা ছিল। কিন্তু আজ সব গর্ব মাটিতে মিটে গিয়েছে। উত্তর দিনাজপুরের ইসলামপুরে এক সাংবাদিক সম্মেলনে এই বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী।(EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর