মিমিক্রির

ব্যুরো নিউজ, ২৫ ডিসেম্বর: মিমিক্রির সাফাই দিচ্ছেন কল্যান 

মিমিক্রির মানেই বোঝেন না দেশের উপরাষ্ট্রপতি জগদিপ ধনখড়। রবিবার নাম না করে জগদিপ ধনখড়ের উদ্দেশ্যে তাঁর করা মিমিক্রি নিয়ে মুখ খুলেছেন কল্যান। শ্রীরামপুরের সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায় ওই কেন্দ্রের বটতলায় আয়োজিত একটি সভায় কল্যান বলেন, মিমিক্রি আমাদের মৌলিক অধিকার। একবার করেছি, বার বার করবো। সরকার আমাদের জেলে দিন বা খুন করতে পারেন। কিন্তু আন্দোলন থামানো হবেনা। আন্দোলন করার সময় আমরা কেউ গান গাই, কেউ মিমিক্রি করি।

বড়দিনের আগেই মেট্রোয় রেকর্ড যাত্রী

প্রধানমন্ত্রী মিমিক্রি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে নরেন্দ্র মোদী বলেছিলেন, ‘দিদি ও দিদি’। কিন্তু আমাদের রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ধনখড় কৌতুক বোঝেন না। কারো যদি শিক্ষা না থাকে ও হিউমার না বুঝে নিজেকে আক্রান্ত বলে মনে করেন তাহলে আমি কিছু করতে পারিনা। উনি শুধু কেঁদেই যাচ্ছেন। রবিবার যেখানে কল্যানবাবু সভা করেন, ঠিক সেখানেই আগেরদিন শনিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভা করে আসন্ন লোকসভা ভোটে কল্যাণকে পরাস্ত করার ডাক দেন। শুভেন্দুকে পাল্টা কল্যান বলেন, এবার লোকসভা ভোটে ২ অঙ্কের আসন পাবেনা বিজেপি। আর সেই আতঙ্কেই শুভেন্দু যা খুশি তাই বলে যাচ্ছে। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর