ইভিএম নিউজ ব্যুরোঃ টিকটিকির পর শুঁয়োপোকা। মাত্র দশদিন আগে পাঁশকুড়ার একটি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলে পাওয়া গিয়েছিল মরা টিকিটিকি। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার সেই একই পাঁশকুড়ায় বৃহস্পতিবার একটি অঙ্গনওয়ারি কেন্দ্রের মিড ডে মিলে পাওয়া গেল শুঁয়োপোকা। বাড়িতে নিয়ে গিয়েও খাবারে এহেন শুঁয়োপোকা খুঁজে পাওয়ার পর, সেই খাবার স্কুলে ফিরিয়ে নিয়ে এসে শুরু করেন ওই অভিভাবক। এলাকায় খবর ছড়িয়ে পড়ে যে, ততক্ষণে সেই খাবার আরো অনেক শিশু খেয়ে ফেলেছে। স্বাভাবিকভাবেই এর ফলে উত্তেজনার আগুন আরও ছড়িয়ে পড়ে। অভিভাবকদের সঙ্গে গ্রামের বাসিন্দারাও স্কুলের সামনে জড় হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে পাঁশকুড়া পুরসভার পক্ষ থেকে চিকিৎসক ও নার্সদের একটি দলকে তড়িঘড়ি পাঠিয়ে দেওয়া হয় ওই স্কুলে। স্কুল থেকে ছাত্র-ছাত্রীদের নিয়ে আসা হয় পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের পৌর স্বাস্থ্যভবনে।
যদিও শেষপর্যন্ত সকলকে আশ্বস্ত করে চিকিৎসকরা জানান, সকলেই সুস্থ আছেন। তবে ঘটনার অনেকক্ষণ পরেও অভিভাবকদের মধ্যে আতঙ্ক কমেনি। ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষক এবং কর্মীরা স্বীকার করেছেন, রান্নার সময় তাদের অনেক বেশি সতর্ক থাকা উচিত ছিল।
এদিকে একের পর এক এই ঘটনায় ক্রমেই আতঙ্ক ছড়িয়ে পড়ছে জেলার স্কুল আর অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে।