ইভিএম নিউজ ব্যুরোঃ মার্কিন আকাশে ফের চিনা গোয়েন্দাগিরি। সম্প্রতি মার্কিন আকাশে একটি বৃহদাকার বেলুন দেখা যায়। বেলুনটি একটি পারমাণবিক ঘাঁটির ওপর দিয়ে উড়ে যায়। যা নিয়ে রীতিমতো উদ্বেগ বেড়েছে হোয়াইট হাউস এবং পেন্টাগনের। বর্তমানে চিন-মার্কিন কূটনৈতিক সম্পর্ক প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে। কারণ, তাইওয়ান সহ একাধিক ইস্যুতে বেজিং এবং হোয়াইট হাউসের বিবাদ। এর মধ্যেই খোদ মার্কিন আকাশে এই ঘটনা দু দেশের সম্পর্কের আরও অবনতি ঘটাতে পারে বলে মনে করছে মার্কিন প্রশাসন।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের এক আধিকারিক জানান, মার্কিন ভূখণ্ডের সংবেদনশীল জায়গার তথ্য সংগ্রহের জন্যই চিন ওই এলাকায় বেলুন পাঠিয়েছিল বলে মনে করছেন তারা। ওই বেলুনটিকে সর্বশেষ মন্টানায় দেখা যায়। তিনি আরও বলেন, বেশ কয়েকদিন আগেই ওই চিনা বেলুনটিকে মার্কিন আকাশসীমায় ঢুকতে দেখা গিয়েছিল। গোয়েন্দারা সেটিকে শনাক্তও করেন। সেই সময় বেলুনটিকে নামানোর কোন চেষ্টা করেনি মার্কিন সামরিক বাহিনী। বেলুনটি কতদূর যায় এবং কোন দিকে যায় সেই ব্যাপারে কড়া নজর রাখা হয়েছে গোড়া থেকেই। এখন তারা নিশ্চিত যে পরমাণু কেন্দ্রগুলোর নজরদারির জন্যই এই বেলুনটিকে পাঠিয়েছে চিন।
চিন সাগর যখন অতিক্রম করছিল বেলুনটি, তখন ফিলিপাইন্সের লুজন দ্বীপের রাডারে প্রথম তাঁর অস্তিত্ব ধরা পরে। এরপর অস্বাভাবিকভাবে গতিপথ পরিবর্তন করে সেটি জাপানের হোক্কাইডো দ্বীপের দিকে যায়। জাপ নৌবহরের নজরদারি জাহাজ বেলুনটির গতিপথ অনুসরণ করতে থাকে। তখনই বোঝা যায় বেলুনটির লক্ষ্য মার্কিনভুমি। জাপ গোয়েন্দারা তখনই মার্কিন গোয়েন্দাদের সতর্ক করে দেন। এর ফলে বেলুনটির ওপর নজরদারি চালানো সহজ হয়ে গিয়েছিল মার্কিন সেনার পক্ষে। কিন্তু অবাক কাণ্ড, মন্টানা প্রদেশ থেকে সেটি কোথায় গেল তার হদিশ পাচ্ছে না মার্কিন বাহিনী। তাই এই বেলুন এখন হোয়াইট-হাউসের মাথাব্যাথার কারণ।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর