ব্যুরো নিউজ, ৩১ আগস্ট: মান্ডভী নয় গোয়াকে মাঝগঙ্গায় ‘বিসর্জন’ দিতে চায় মোহনবাগান। আজ যুবভারতীতে ডুরান্ড কাপের হাইভোল্টেজ সেমিফানালে মুখোমুখি এফসি গোয়া ও মোহনবাগান সুপার জায়ান্ট। খেলা শুরু সন্ধ্যা ৬ টায়।

জয় দিয়েই যাত্রা শুরু পাকিস্তানের

গত ম্যাচে কঠিনতর প্রতিপক্ষ মুম্বাই সিটিকে হারিয়ে মোহনবাগান প্রমান করেছে যে তারা ট্রফি জেতার লক্ষ্যেই খেলেছে এই টুর্নামেন্ট। জুয়ানের দলের ‘ব্যান্ডমাস্টার’ অর্থাৎ প্রধান চালিকাশক্তি কিন্তু সেই হুগো বুমোস। তিনি ভাসালেই ভাসছে পালতোলা নৌকা। তাই আজকের কঠিন ম্যাচেও তার উপরেই ভরসা রাখছেন জুয়ান ফের্নান্দো।

আজকের দলে হয়তো কিছু পরিবর্তন ঘটাতে পারেন কোচ জুয়ান। আনফিট সাদিকুর জায়গায় আজ শুরু থেকেই মাঠে নামতে পারেন দিমিত্রি পেট্রেটস। শুরু করতে পারেন আশীষ রাই। অন্যদিকে, শক্তিধর দল মানলো মার্কেজের গোয়া। তাদের দলে রয়েছে সন্দেশ, উদান্তা, কার্ল ম্যাকিউয়ের মতো ফুটবলাররা। তাই আজকের দ্বিতীয় সেমিফাইনাল যে জমজমাট হতে চলেছে এই কথা বলাই যায়। মোহনবাগানের তারকা অজি স্ট্রাইকার জ্যাসন কামিংস হুঙ্কার দিয়েছেন ‘আমরা যে কোনও দলকে হারাতে পারি’।

গত সেমিফাইনালে নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে ইস্টবেঙ্গল। ফাইনালে ‘ডার্বি’ মহারনের জন্য আজ শক্ত হার্ডেল টপকাতেই হবে মোহনবাগানকে।

একনজরে এফসি গোয়ার সম্ভাব্য প্রথম একাদশ (৪-২-৩-১) ধীরাজ (গোলরক্ষক), সন্দেশ, ওডেয়, স্যাভিওর, সেরিটোন, ম্যাকহিউ, রেইনার, ব্রেন্ডন (অধিনায়ক), নোয়া, উদান্তা, কার্লোস।

একনজরে মোহনবাগান সুপার জায়ান্টাসের সম্ভাব্য প্রথম একাদশ (৪-৪-২) বিশাল (গোলরক্ষক), হেক্টর, আনোয়ার, আশীষ, শুভাশীষ, হুগো, থাপা, আশিক, মানবীর, পেট্রেটস ও কামিংস। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর