ইভিএম নিউজ, ২২ শে ফেব্রুয়ারিঃ চলতি বর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টে দিল্লির ফিরোজ শাহ কোটলায় নিজের ঘরের মাঠে খেলতে নেমে অস্ট্রেলিয়াকে হারানোর পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৫০০০ রান করার নজির গড়লেন ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি।

দিল্লি টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার আগে পর্যন্ত উক্ত লক্ষ্য পূরণের জন্য বিরাটের প্রয়োজন ছিল মাত্র ৭ রান। তাই পঁচিশ হাজারের গণ্ডি পেরোতে খুব একটা সময় অপেক্ষা করতে হয়নি বিশ্বের অন্যতম সেরা রান মেশিনকে। টপকে গেলেন ৫৭৭ ইনিংস খেলে আন্তর্জাতিক ক্রিকেটে ২৫০০০ রান পূরণ করা ভারতের সর্বকালের সেরা ক্রিকেটার সচিন তেন্ডুলকরকে।
এই মাইলস্টোন ছুঁতে কোহলি খেলেছেন মাত্র ৫৪৯ টি ইনিংস। বিরাট ও সচিন ছাড়াও এই তালিকায় রয়েছেন রিকি পন্টিং (৫৮৮), জ্যাক কালিস (৫৯৪), কুমার সাঙ্গাকারা (৬০৮) ও মাহেলা জয়বর্ধনে (৭০১)। এই তালিকায় কিং কোহলি একমাত্র ক্রিকেটার যিনি এখনো নিজের দেশের হয়ে খেলা চালিয়ে যাচ্ছেন। ফলে ভবিষ্যতেও যে তার এই মুকুটে আরও অনেক নতুন পালক যুক্ত হতে চলেছে সেই বিষয়ে সন্দেহের কোন অবকাশ নেই।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর