ইভিএম নিউজ ব্যুরো, ১৮ ফেব্রুয়ারিঃ সামনেই পঞ্চায়েত ভোট। আর ঠিক তার আগেই গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার শাসকদল তৃণমূল কংগ্রেস। শুক্রবার মাঝরাতে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের মদিনাচকে জৈনগাঁও গ্রাম পঞ্চায়েতের সদস্যদের মধ্যে সংঘর্ষে গুলি চালনার ঘটনায় উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। ঘটনায় একজন মহিলা সহ তিন জন গুলি বিদ্ধ হয়।মহম্মদ আরিফ নামে এক যুবককে রক্তাক্ত অবস্থায় ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত আরিফের কাকা মহম্মদ খলিল জৈনগাঁও গ্রাম পঞ্চায়েতের সদস্য। গুলিবিদ্ধ এক টোটো চালকের অভিযোগ, গ্রাম পঞ্চায়েত প্রধান মহম্মদ নাজিসের নেতৃত্বেই এই গুলি চালানোর ঘটনা ঘটেছে।যদিও তৃণমূল প্রধানের কোন প্রতিক্রিয়া এখনো মেলেনি।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর