ইভিএম নিউজ ব্যুরো, ১৭ এপ্রিলঃ রাস্তা বেহাল। তাই নাকি গ্রামের ছেলে মেয়েদের বিয়ে হচ্ছেনা। আর এই অদ্ভুত অভিযোগে বিক্ষোভ দেখালেন মানুষজন। কোথাও বিয়ের কথা বার্তা হলে পাত্র বা পাত্রি পক্ষের লোকজন ওই গ্রামে এসে রাস্তার দুর্দশা দেখে সেই যে বাড়ি ফিরে জাচ্ছেন, আর ভুলেও ও মুখো হচ্ছেন না। এইভাবে একাধিক ছেলেমেয়ের বিয়ের কথাবার্তা ভেস্তে গেছে।

বার বার এইরকম ঘটনা ঘটার পরে গ্রামের মানুষজন এতটাই ক্ষুব্ধ যে তারা রীতিমতো রাস্তায় নেমে প্রতিবাদ করলেন। এমনকি রাস্তা ঠিক না হলে ভোট বয়কত করবেন বলেও সিদ্ধান্ত নিয়েছেন তারা। ওই ঘটনা ঘটেছে হুগলী জেলার আরামবাগ মহুকুমার বালি অঞ্চলের জগৎপুরে।গ্রামবাসীদের দাবি, রাজ্যে তৃণমূল সরকার নাকি সাধারণ মানুষের জন্য দুয়ারে দুয়ারে উন্নয়ন পৌঁছে দেয়। তবে এক্ষেত্রে ব্যতিক্রম কোন? দিনের পর দিন রাস্তার বেহাল দশা, একটু বৃষ্টি হলে বাচ্চা থেকে বয়স্ক সকলেই হাতে জুতো নিয়ে যাতায়াত করেন। কিন্তু গ্রামে ঢোকার মুখেই একটি বড় সাইনবোর্ড লক্ষ করা যায়। যেখানে খুব অস্পষ্ট ভাবে লেখা রয়েছে রাস্তা তৈরিতে নাকি ৬ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। তাহলে এইরকম খারাপ দুর্দশায় রয়েছে গ্রামের সকল গ্রামবাসী।পরে সংবাদ মাধ্যমের কাছে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা।

এই প্রসঙ্গে ওই গ্রামেরই এক গৃহবধূ বলেন, গ্রামের ছেলেমেয়েদের বিয়ে দেওয়া যাচ্ছে না। দেখাশোনার জন্য যাঁরা আসছেন তাদের ভেঙে যাওয়া মাটির রাস্তা দিয়ে নিয়ে আসতে হচ্ছে। কেউ বিয়ে করতে এলে যদি বৃষ্টি হয়, তাহলে পালকি করে অথবা খালি পায়ে কাদা ভেঙেই আসতে হবে। এতটা ঝুঁকি নিয়ে কেউ বিয়ে করতে চাইছে না এখানে। তবে বিষয়টি নিয়ে সরাসরি স্বীকার করেন বালি অঞ্চলের প্রথান মৃত্যুঞ্জয় পাল।

উল্লেখ্য, আলিপুরদুয়ার ১ নম্বর ব্লক বঞ্চুকামারি গ্রাম পঞ্চায়েতের ফোস্কারডাঙ্গা এলাকায় নিজেরাই কোদাল-বেলচা হাতে রাস্তা তৈরীর কাজ শুরু করলেন গ্রামবাসীরা। অবশেষে প্রশাসনের উদ্যোগের অপেক্ষায় না থেকে  গত ১৫ এপ্রিল অর্থাৎ নববর্ষের দিন এলাকার গ্রামবাসীদের  উদ্যোগে রাস্তার  কাজ শুরু করল এলাকার গ্রামবাসীরা।

রাজ্যে পঞ্চায়েত নির্বাচন আসন্ন। আবাস যোজনা সহ নানা দুর্নীতিতে জেরবার শাসক দল তৃণমূল। রাস্তা খারাপ এই অভিযোগও নতুন কিছু নয়। পাহাড় ও জঙ্গলমহল থেকে শুরু করে  বিভিন্ন এলাকা থেকেই রাস্তা সারাইয়ের দাবি উঠেছে। তবে রাস্তা বেহাল, সে জন্য বিয়ে হচ্ছে না – এই অভিযোগে ভোট বয়কটের ডাক যে রীতিমতো অভিনব সে বিষয়ে কোনও সন্দেহ নেই। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর