লাবনী চৌধুরী, ২৯ আগস্ট: ভোট বয়কট! এলাকায় নেই উন্নয়ন। ফলে ভোট দেবেন না বলে জানান ভোটাররা।

উপনির্বাচনে বৃদ্ধ ভোটারদের ভোট নিতে গিয়ে বিপাকে ভোট কর্মীরা। বাড়িতে গিয়ে ভোট নেওয়া হবে নির্দিষ্ট সময়, তারিখ দেওয়া থাকলেও ভোটার নেই বাড়িতে। এলাকাবাসীদের অভিযোগ, এলাকার উন্নয়ন নেই তাই তারা ভোট দেবেন না। অগত্যা ভোট না নিয়েই ফিরে এলেন বিধানসভা উপনির্বাচনের ভোট কর্মীরা।

ধূপগুড়ি পুরসভার ১৬ নং ওয়ার্ডের রায় কলোনী এলাকার ঘটনা। কেউ বাড়িতে নেই, আবার কেউ রাস্তায় দাঁড়িয়ে বলছেন ভোট দেবেন না। কারন এলাকার রাস্তার অবস্থা বেহাল। বাধ্য হয়ে ভোট না নিয়ে ফিরে গেলেন ভোট কর্মীরা। তবে সংবাদ মাধ্যমকে বিষয়টি এড়িয়ে গিয়ে এক ভোটকর্মী বললেন, ভোটার বাড়িতে নেই, তাই আমরা পরে আসব।

অভিযোগ এলাকার রাস্তা বেহাল, বারবার বলেও কোনও সুরাহা না হওয়ায় রাস্তায় ধানের চারা লাগিয়েছেন এলাকাবাসীরা। রাস্তায় জল কাদার জেরে বর্ষাকালে সকলের চলাফেরাই দায়। স্কুল পড়ুয়ারা ঠিকঠাক স্কুল যেতে পারেন না। এলাকার প্রাক্তন কাউন্সিলর দয়ামনি রায়কে জানিয়েছিলেন অনেকেই। কিন্তু বেহাল অবস্থার পরিবর্তন হয়নি। তাই এবার ধূপগুড়ি উপনির্বাচনে ভোট বয়কটের কথা বললেন ধূপগুড়ি শহরে ৩ নং ব্রিজ রায় কলোনী এলাকার ভোটাররা।

তাদের দাবি, পুরসভার ১৬ নং ওয়ার্ড হলেও এখানে রাস্তা নেই, পানীয় জল নেই, বিদ্যুৎ পরিষেবাও ঠিক নেই। তাহলে ভোট দিয়ে কি করব? এলাকার সমস্ত মানুষেরা মিলে ঠিক করেছি ভোট দেব না। যারা বয়স্ক রয়েছেন তারাও একই কথা বলেছেন।

 

আগামী ৫ সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন। যার দরুন মঙ্গলবার বয়স্ক ভোটারদের ভোট নেওয়ার দিন ধার্য্য হয়েছিল ওই এলাকায়। বুথ লেভেল অফিসার-সহ মোট চার-পাঁচ জন ভোট কর্মী কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের নিয়ে হরমোহন সরকারের বাড়িতে উপস্থিত হয় বেলা ১১ টা ৩০ নাগাদ। ভোট কর্মীরা ওই বাড়িতে ঢুকে দেখেন ভোটার হরমোহন সরকার বাড়িতেই নেই।

এবিষয়ে ভোট বয়কটে শামিল এলাকার এক ভোটার কুলিন মন্ডল বলেন, এলাকায় অনেক সমস্যা রয়েছে। পানীয় জল, বেহাল রাস্তা, বিদ্যুৎ পরিষেবা।আমরা এলাকার লোকজন একত্রিত হয়ে তাই সিদ্ধান্ত নিয়েছি ভোট দেব না। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর