ধসের পর ধস ! লাদাখের পর এবার ভূস্বর্গে হটাৎই নামল তুষারধস। যার জেরে মৃত্যু হল দুই পোলিশ পর্যটকের। এখনও পর্যন্ত ১৯ জনকে উদ্ধার করেছে বারামুল্লা পুলিশ। জম্মু -কাশ্মীরের গুলমার্গের বিখ্যাত রিসর্ট হাপাথখুদ আফারওয়াতে হঠাৎই নামে ধস। গত রবিবারই কার্গিলে মৃত্যু হয় মা ও মেয়ের। তার রেশ কাটতে না কাটতেই আবার ধস নামল কাশ্মীরের গুলমার্গে।বুধবার দুপুর ১২:৩০ নাগাদ দিকে তুষারপাত আঘাত হানে যখন বিদেশী নাগরিক এবং দুই স্থানীয় গাইডের তিনটি দল হাপাটখুদ এলাকায় স্কি করছিলেন। আপৎকালীন পরিস্থিতিতে বারামুল্লা পুলিশ স্থানীয় প্রশাসনের সহায়তায় উদ্ধারে নামে।
গত কয়েক দিন ধরেই কাশ্মীরের শুরু হয়েছে তুষারপাত। তার জেরেই পর্যটকদের ঢল নেমেছে উপত্যকায়। এই প্রসঙ্গে কাশ্মীর ট্যুরিজমের ডেপুটি ডিরেক্টর দেব খালিদ বলেন ,
পর্যটন ব্যবসায়ীরা বহু প্রতীক্ষায় থাকেন এই শীতের মরশুম। ফলে গুলমার্গ রীতিমতো পর্যটকে ঠাসা। এই তুষার ধসের ঘটনায় আতংকিত দেশি বিদেশী পর্যটকরা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর