মনসারাম কর, পশ্চিম মেদিনীপুরঃ বড়দিন, ইংরেজি নববর্ষ আর ২৩ শে জানুয়ারি পেরিয়ে, ফের এক পার্বণ কড়া নাড়ল, বঙ্গের দরজায়। আর সেই উপলক্ষে আবারো রাস্তায় গাড়িঘোড়া দাঁড় করিয়ে শুরু হল, চাঁদার জুলুম। তাই বলে সরস্বতীপুজোর চাঁদা নয়। বরং ‘ভীমপুজো’ নামে একান্তই অখ্যাত এই পুজোর খরচ তুলতে, রীতিমতো লরি সহ অন্যান্য যানবাহন আটকে চাঁদা তুলছে, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের চন্দ্রকোনা থানা এলাকার একদল যুবক। কোনও চালক চাঁদা দিতে অস্বীকার করলে, চলছে জোরজবরদস্তি। এমনই কিছু নির্দিষ্ট অভিযোগ পেয়ে, এলাকায় তল্লাশি অভিযানে নেমেছিল, চন্দ্রকোনা থানার পুলিশ। মঙ্গলবার সকালের সেই অভিযানে, হিমতপুর এলাকার এক যুবককে চাঁদা তোলার সময়, পুলিশ হাতেনাতে আটক করলে, এলাকায় উত্তেজনা ছড়াল। অবিলম্বে ধৃত যুবককে ছেড়ে দেওয়ার দাবি জানিয়ে রাস্তা অবরোধ করলেন, এলাকার একদল বাসিন্দা। অবরোধের জেরে বন্ধ হয়ে গেল, গুরুত্বপূর্ণ এই রাস্তার যান চলাচল।
পরে খবর পেয়ে, স্থানীয় ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে, ভীমপুজোর ওই উত্তেজিত উদ্যোক্তাদের বুঝিয়ে সুুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিলে, যান চলাচল শুরু হয়। পাশাপাশি, বেআইনিভাবে চাঁদা তোলার ঘটনায় ধৃত যুবককেও, কার্যত বাধ্য হয়ে ছেড়ে দেওয়ার আশ্বাস দেয় পুলিশ।