ব্যুরো নিউজ, ৩ জানুয়ারি: ভীমগড় হনুমান কমিটির উদ্যোগে হনুমান মন্দির প্রতিষ্ঠা ও উদ্বোধন

 

বীরভূম জেলার খয়রাশোল থানার ভীমগড় শিবমন্দির সংলগ্ন হনুমান মন্দির ও মূর্তিটি একদা ভেঙে গিয়েছিলো। পরবর্তীতে ভীমগড় হনুমান কমিটির উদ্যোগে সেই মন্দির ও মূর্তিটি সংস্কার করেন ভীমগড় শিবমন্দির সংলগ্ন এলাকার বহু সংখ্যক মহিলা। তাঁরা অজয় নদ থেকে কলস যাত্রার মাধ্যমে জল এনে হোম যজ্ঞ ও শাস্ত্রীয় আচার মেনে হনুমানজীর মন্দির ও মূর্তি প্রতিষ্ঠা করেন।

দেশ- বিদেশের জলে হবে রামলালার অভিষেক

পরবর্তীতে উদ্বোধন করা হয় সেই মূর্তির। এদিন বুধবার সকাল থেকেই চলছে উদয়াস্ত তারকব্রহ্ম নাম সংকীর্ত্তন। দুপুরে অচিন্ত্য চৈতন্য ব্রহ্মচারীর শ্রীমুখে ভাগবত পাঠ। রাত্রে রয়েছে বিচিত্রানুষ্ঠান। রাত্রে কয়েক হাজার ভক্তদের জন্য প্রসাদ সেবার ব্যবস্থা রয়েছে।

উপস্থিত ছিলেন গীতা ভবনের অধ্যক্ষ তথা প্রতিষ্ঠাতা স্বামী সত্যানন্দজী মহারাজ, খয়রাশোল সাধন সংঘ আশ্রমের স্বামীজি অচিন্ত্য চৈতন্য ব্রহ্মচারী ভাগবত পাঠক বেনীমাধব ভট্টাচার্য্য ছাড়াও শ্রীদাম মুখোপাধ্যায় সহ বহু বিশিষ্টজনের ভক্তরা, হনুমান কমিটির সদস্য সদস্যারা ও সাধারন মানুষেরা। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর