লাবনী চৌধুরী, ২৭ আগস্ট: “ভারত বিরোধী শক্তিকে সাহায্য করছে মমতা“। এমনটাই বিস্ফোরক মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। রাজ্যের বর্তমান পরিস্থিতি তুলে রাজ্য সরকারকে আক্রমণ করতেও ছাড়লেন না তিনি।
রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে ভারত বিরোধী শক্তির সঙ্গে সাহায্য করছে। আগামীতে রাজ্যে আরডিএস-এর মত সামগ্রী পাওয়া গেলে অবাক হওয়ার কিছু নেই”। বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনার প্রসঙ্গ তুলে এভাবেই আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
ধুপগুড়ি উপনির্বাচনে যাওয়ার উদ্দেশ্যে সোমবার পদাতিক এক্সপ্রেসে জলপাইগুড়ি পৌঁছন সুকান্ত মজুমদার। সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের বর্তমান পরিস্থিতি তুলে রাজ্য সরকারকে আক্রমণ করেন তিনি। তিনি বলেন,”গোটা রাজ্য জুড়ে অরাজকতা সৃষ্টি হয়েছে। কলকাতার উপকন্ঠে বাজি কারখানা চলত। তা চালাত মুর্শিদাবাদের লোকেরা। তৃণমূল নেতারা সেখান থেকে টাকা পেতেন। এই কারণেই পুলিশ ব্যবস্থা নেয়নি। এই মুখ্যমন্ত্রী থাকলে আবার বাঙালীদের উদ্বাস্তু হতে হবে। আগামী দিনে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার দেখা যাচ্ছে”।
এদিন ট্রেন থেকে বিজেপি রাজ্য সভাপতি নামতেই দলের নেতা কর্মীদের পাশাপাশি বিজেপি জেলা সম্পাদক শ্যাম প্রসাদ ও বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ তাঁকে সংবর্ধনা জানান। ইভিএম নিউজ