ব্যুরো নিউজ, ৩ নভেম্বর: ভারতের বিরুদ্ধে ম্যাচে ‘আত্মবিশ্বাসী’ জনসেন

 

শহরে দক্ষিণ আফ্রিকা দল পা রাখতেই উত্তেজনার পারদ চড়িয়ে। বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে নেমে সোজা হোটেলে চলে যান কুইন্টন ডি’ককরা।

শহরে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট টিম

এদিন বেশ চনমনেই লেগেছে প্রোটিয়া ক্রিকেটারদের। চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে এই দল। সাতটির মধ্য জিতেছে ছ’টিতে। সাড়ে তিনশোর উপর রান করেছে একাধিকবার। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও দুর্দান্ত।

রবিবার ইডেনে ভারতের লড়াই সহজ হবে না বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। প্রাক্তন ক্রিকেটারদের অনেকে বলছেন, দু’টি দল এখনও পর্যন্ত যে দুর্ধর্ষ পারফরম্যান্স করেছে। তাতে ইডেনের ম্যাচটিকে এবারের বিশ্বকাপ ফাইনালের ড্রেস রিহার্সাল হিসেবেও দেখা যেতে পারে।

২২ বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত ছিল দক্ষিণ আফ্রিকা। শাপমুক্তি ঘটেছিল ভারত সফর দিয়ে। ইডেনে হয়েছিল সিরিজের প্রথম ম্যাচ। কলকাতার ক্রিকেটপ্রেমীরা সেদিন সাদরে গ্রহণ করেছিলেন ক্লাইভ রাইসের দলকে।

তাই কলকাতায় ম্যাচ নিয়ে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের বরাবরই রয়েছে বাড়তি আবেগ। আর ইডেন তাঁদের কাছে ‘শাপমুক্তির মঞ্চ’। তাই অপরাজিত ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে মার্কো জানসেন বলেছেন, “ভারতের মাটিতে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে খেলা সব সময় কঠিন। বিশ্বকাপে ওরা সব বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্স করেছে। তবে আমরা প্রতিপক্ষকে নিয়ে খুব বেশি ভাবছি না। নিজেদের খেলায় আরও উন্নতি করার দিকেই নজর রয়েছে। চাপের মুখে ভালো পারফরম্যান্স মেলে ধরছি আমরাও। সেটাকে ধরে রাখতে হবে শেষ পর্যন্ত। তবে ভারতকে সমীহ করেও বলছি, আমরা অতীতে খেলেছি ওদের বিরুদ্ধে, জিতেওছি।” সংবাদ মাধ্যমের সাহায্য নিয়ে লেখা। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর