বাড়িতে ইঁদুরের উপদ্রব হলে ফাঁদ পেতে বা বিষ দিয়ে মেরে ফেলাই দস্তুর। ইঁদুর কখনও মানুষের কোনও উপকার করেছে ,এরকমটা কখনোই শোনা যায়নি।কিন্তু সেই ইঁদুর যদি মানুষের জীবন বাঁচায়,সেটা আশ্চর্য বই কি ! ঠিকই শুনেছেন। এমনটাই ঘটেছে রাজস্থানের ধলপুরের সিক্রয়া গ্রামের রাজখেড়া এলাকায়।গোটা পরিবারকে বাঁচালো নাকি একটা ছোট্ট ইঁদুর। রাতের খাওয়াদাওয়া সেরে প্রতিদিনের মতোই ঘুমাতে গিয়েছিলেন বাড়ির সকলে। বাড়িভর্তি লোকজন। রাত তখন দুটো। ফলে ঘুমে আচ্ছন্ন বাড়ির সকলেই। হঠাৎই একজনের গায়ে ঝাঁপিয়ে পড়ল একটা ইঁদুর। ফলে ঘুম ভেঙে পড়ি কি মরি করে লাফিয়ে ওঠেন এক সদস্য। বিছানা ছেড়ে এক লাফে দরজার বাইরে বেরিয়ে এসে তারস্বরে চিৎকার শুরু করেন তিনি। ফলে তাঁর এই চিৎকারে বাকিদের ঘুমের ১২ টা বেজে যায়।বাড়ির বাকি মানুষেরা বেরিয়ে পড়েন রাস্তায়। আর সেই মুহূর্তে ভেঙে পরে বাড়ির একটা বড় অংশ। ফলে ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে গোটা এলাকায়। অনেকেই মনে করেছেন ,নাকি ইঁদুরটি প্রাণ বাঁচিয়েছে গোটা পরিবারকে। আবার অনেকে ঈশ্বরের দূত বলেও অভিহিত করছেন। এই প্রসঙ্গে বাড়ির কর্তা জয়প্রকাশ বলেছেন ,পরিবারের সদস্যরা ছাড়াও বেড়াতে আসা আত্মীয়রাও ঘুমাচ্ছিলেন অন্যান্য ঘরগুলিতে। আচমকাই ইঁদুরটি গায়ে লাফিয়ে না পড়লে অনেক বড় বিপদ ঘটতে পারত। তাই ,ছোট্ট ওই ইঁদুরটি ঈশ্বরের থেকে কোনও অংশে কম নয়।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর