রাহুল কর্মকার, বাঁকুড়াঃ সাঁওতালি মাধ্যমের ছাত্রছাত্রীদের জন্য অলচিকি হরফ সৃষ্টি করে ইতিহাসের পাতায় ভয় পেয়েছিলেন পন্ডিত রঘুনাথ মুর্মু। এহেন কিংবদন্তি পণ্ডিতকে নিয়ে একটি বিকৃত ভিডিও ভাইরাল হল সমাজমাধ্যমে। আর তারপরেই কার্যত অশান্তির আগুন ছড়িয়ে পড়ল, বাঁকুড়া আর ঝাড়গ্রামের জঙ্গলমহলে। অশান্তি নিয়ন্ত্রণ করতে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভিডিও ভাইরাল করায় অভিযুক্ত তৃতীয়বর্ষের এক ছাত্রকে গ্রেফতার করল, বাঁকুড়ার সারেঙ্গা থানার পুলিশ। অন্যদিকে অভিযুক্ত ওই ছাত্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে, বাঁকুড়ার সারেঙ্গায় পথ অবরোধ করল, ভারত জাকাত আদিবাসী পরগনা মহল।
ঘটনার সূত্রপাত, গত বুধবার। সেদিন বাঁকুড়ার পিড়রগাড়ির পন্ডিত রঘুনাথ মুর্মু স্মৃতি কলেজে চলছিল, তৃতীয়বর্ষের পরীক্ষা। সেখানে বাঁকুড়া জেলারই খাতড়া আদিবাসী কলেজের পরীক্ষার সিট পড়েছিল। জানা গেছে, পরীক্ষা শেষ হওয়ার পর খাতড়া আদিবাসী কলেজের তৃতীয়বর্ষের ছাত্র শেখ মহম্মদ কাইফ, পিড়রগাড়ি কলেজের ক্যাম্পাসে থাকা পন্ডিত রঘুনাথ মুর্মুর মূর্তির একটি ভিডিও তৈরি করে। এরপর ওই ছাত্র সেই ভিডিওটি বিকৃত করে সমাজমাধ্যমে ছড়িয়ে দেয় বলেও অভিযোগ। আর ভিডিওটি ভাইরাল হতেই, মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে বাঁকুড়া ও ঝাড়গ্রাম সংলগ্ন জঙ্গলমহলে। খবর পেতেই নড়েচড়ে বসে অভিযুক্ত ওই ছাত্রের শিক্ষা প্রতিষ্ঠান, পিড়রগাড়ি পন্ডিত রঘুনাথ মুর্মু স্মৃতি কলেজের কর্তৃপক্ষ। ছাত্রটির বিরুদ্ধে সারেঙ্গা থানায় কলেজ কর্তৃপক্ষের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ওই ছাত্রকে গ্রেফতার করে বৃহস্পতিবার খাতরা মহকুমা আদালতে পেশ করে, বাঁকুড়ার সারেঙ্গা থানার পুলিশ। ছাত্রের আইনজীবী জামিনের আবেদন করলে, সেই আবেদন নামঞ্জুর করে তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
অবশ্য এরপরেও বিষয়টিকে লঘু করে দেখতে নারাজ, ভারত জাকাত মাঝি পারগনা মহলসহ জঙ্গলমহলের একাধিক সামাজিক সংগঠন। আদালতের নির্দেশের অভিযুক্ত ছাত্রের জেল হেফাজতের পরেও, তার আরও কঠোর দাবিতে, বৃহস্পতিবার বিকেলে পিড়রগাড়ি এলাকায় মিছিল করার পাশাপাশি, বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্যসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেছেন, ভারত জাকাত মাঝি পারগানা মহলের কর্মীরা। তাঁদের দাবি মানা না হলে অদূর ভবিষ্যতে আরও বড়রকমের আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন, আদিবাসীদের ওই সংগঠনের নেতৃত্ব।
আদিবাসীদের সংগঠন ভারত জাকাত মাঝি পরগণা মহলের সুরে সুর মিলিয়ে, অভিযুক্তের শাস্তির দাবিতে সরব হয়েছেন, স্থানীয় বিধায়কসহ অনেকেই।