ইভিএম নিউজ ব্যুরো, ২০ ফেব্রুয়ারিঃ প্রয়াত হলেন  কন্নড় সিনেমার  প্রখ্যাত পরিচালক এসকে ভগবান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। সোমবার সকালে বেঙ্গালুরুতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবীণ কন্নড় পরিচালক। জানা যায়, দীর্ঘদিন বার্ধক্য জনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই পরিচালকের মৃত্যুতে টুইটারে শোক প্রকাশ করেন ।

১৯৩৩ সালে ৫ ই জুলাই জন্ম গ্রহণ করেন এসকে ভগবান। খুব অল্প বয়সেই থিয়েটারে যোগ দেন তিনি। পরে  বিখ্যেত পরিচালক কানাগল প্রভাকর শাস্ত্রীর সহযোগী হিসাবে সিনেমায় কাজ করেন তিনি। ২০০০ সাল পর্যন্ত মোট ২৭ টি সিনেমা পরিচালনা করেছেন প্রয়াত ডোরাইয়ের সঙ্গে। পরে ডোরাই রাজ চলে যাওয়ার  পর দীর্ঘদিন সিনেমা জগত থেকে বিরতি নেন পরিচালক  এসকে ভাগবান।  তিনি প্রথম কন্নড় পরিচালক যিনি জেমস বন্ড স্টাইলের ছবি তৈরি করার জন্য খ্যাত।

কাস্তুরি নিভাসা, নানোবা কাল্লা, ওদাহুত্তিদাভারু, জীবন চৈত্র, ইয়ারিভানু, বেঙ্কিয়া বালে, হোসাবেলাকু, গিরি কানিয়ে,  মুনিয়া মাদারির মতো ছবিগুলি পরিচালনা করেছেন এই বিখ্যাত পরিচালক এসকে ভগবান। ২০১৯ সালে তাঁর ৫০ তম ছবি ‘আদুভা গোম্বে’-এর মাধ্যমে প্রত্যাবর্তন করেন তিনি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা কন্নড় ইন্ড্রাস্ট্রি।

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর