ব্রিগেডে

ব্যুরো নিউজ, ৭ জানুয়ারি: ব্রিগেডে যোগ দিতে বামেদের পুলিশি বাধা

রবিবাসরীয় সকাল থেকেই ব্রিগেডে বারছে ভিড়। কলকাতা- সহ জেলা থেকে প্রচুর মানুষ দলে দলে যাচ্ছেন ময়দানে। সিপিএম নেতা- কর্মীদের মধ্যে কেউ বাস ভাড়া করেছেন, কেউ কেউবা আবার ব্রিগেডে যোগ দিতে ট্রেনে করেই আসছেন কলকাতা। এর মধ্যেই ডানকুনি টোল প্লাজার কাছে বাস আটকে বাম কর্মী-সমর্থকদের বাস থেকে নামিয়ে দিল রাজ্য পুলিশ।

ব্রিগেড নিয়ে বামেদের কটাক্ষ বিরোধী দলনেতার

জানা গিয়েছে, কোনও রকম দুর্ঘটনা এড়াতে জাতীয় সড়কে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। এ দিন সকালে একটি বাসকে আটকে দেয় পুলিশ কর্মীরা। নামিয়ে দেওয়া হয় বাম কর্মী-সমর্থকদের। বাসটি এতটাই ভর্তি ছিল যে তাতে মাছিও গলতে পারবে না বলে জানা গিয়েছে। বাসের ভিতর তো বটেই, বাসের ছাদের উপরও বসে ছিলেন কর্মীরা। আর এই ঝুঁকিপূর্ণ যাতায়াতে যে কোনও সময় ঘটে যেতে পারে অঘটন। তাই টোল প্লাজার কাছে আসতেই বাস থেকে একাধিক বাম কর্মী-সমর্থককে নামিয়ে দেয় পুলিশ।

মূলত দুর্ঘটনা এড়াতে এই ব্যবস্থা বলে জানানো হলেও, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে একাজ করিয়েছে রাজ্যের শাসক দল এমনটাই অভিযোগ বাম শিবিরের। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর