ইভিএম নিউজ ব্যুরো, ১৫ ফ্রেব্রুয়ারিঃ দক্ষিণেশ্বরের ভবতারিণীমন্দিরের আদলে সেখানকার রেলস্টেশন নির্মাণ হয়েছে আগেই। স্টেশন থেকে মন্দিরে যাওয়ার জন্য খুলে দেওয়া হয়েছে, স্কাইওয়াকের আদলে একটি রাস্তা। যদিও কেন্দ্রীয় সরকারের আওতাধীন এই রেলপ্রকল্পকে কার্যত হাইজ্যাক করে, নিজেদের কৃতিত্ব হিসেবে প্রচার করেছে রাজ্যের সরকার। তবে এবার পুরোপুরি নিজেদের দায়িত্ব গঙ্গাপাড়ের আরও একটি রেলস্টেশনের খোলনলচে বদলে, নজরকাড়া আদল দিতে চলেছে পূর্বরেল। এবার নৈহাটি থেকে ব্যান্ডেল পর্যন্ত জুড়ে থাকা জুবিলি সেতুর আদলে ব্যান্ডেল স্টেশনকে গড়ে তোলার কাজ শুরু হতে চলেছে। ৩৪৯ কোটি টাকার এই প্রকল্পে ব্যান্ডেল স্টেশনের নতুন একটি ভবনের পাশাপাশি, স্টেশনের খোলনলচে ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন, পূর্বরেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা। মঙ্গলবার ব্যান্ডেল স্টেশন ও রেলের আধিকারিকদের সঙ্গে একটি উচ্চবৈঠকের পর তিনি জানান, জুবিলি সেতুর আদলে নতুন করে তৈরি হওয়া এই ব্যান্ডেল স্টেশনের সঙ্গে, এবার থেকে হাওড়ার পাশাপাশি শিয়ালদহ স্টেশনেরও সরাসরি যোগাযোগ থাকবে।
প্রসঙ্গত, সংসদে সদ্যঘোষিত বাজেটে গোটা দেশের মোট ১২৭৫ টি স্টেশনকে নতুন চেহারায় গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আর সেই স্টেশনের তালিকায় রয়েছে পূর্বরেলের এই ব্যান্ডেল স্টেশনটিও। পূর্বরেলের জেনারেল ম্যানেজার অরুণ আরোরা জানিয়েছেন, নতুন করে তৈরি হওয়া এই ব্যান্ডেল স্টেশনে আলাদা করে দুটি আধুনিক কাঠামোর দালান নির্মাণ করা হবে। যাত্রীদের ভাষাগত সমস্যা যাতে না হয়, তার জন্য থাকবে একাধিক ভাষায় ডিসপ্লে বোর্ডের ব্যবস্থা। এছাড়াও আলাদা ফুড ওভারব্রিজ, বহুতল পার্কিং কমপ্লেক্সও গড়ে তোলা হবে। এছাড়াও স্টেশন চত্বরে ফুডকোর্ট আর শপিং কমপ্লেক্সের পাশাপাশি থাকবে এটিএম, ছোটদের খেলার জায়গা, ওষুধের দোকান, রুফ প্লাজা, শৌচাগার, স্নানাগার এবং ওয়াই-ফাই সংযোগের ব্যবস্থা। আগামী ২০২৬ সালের জুলাইয়ের মধ্যেই এই প্রকল্পের কাজ শেষ হবে বলে পূর্বলরেলের তরফে দাবি করা হয়েছে।