ইভিএম নিউজ ব্যুরো, ২৭ মার্চঃ একটা সময় বাংলার ফুটবল ছিল ভারতীয় ফুটবলের মুখ। বাঙালি ফুটবলাররা ভারতীয় ফুটবলকে এশীয় স্তরে এক বিরাট সম্মানের জায়গায় পৌঁছে দিয়েছিলেন। আর আজ ভারতীয় ফুটবলে সেই বাঙালি ফুটবলারদের সংখ্যা হাতে গোনা। বাংলা ফুটবলের বড়ই দুর্দিন। অথচ ফুটবল নিয়ে বাঙালির চিরন্তন আবেগে কোন খামতি নেই। তাই বাংলার ফুটবল, বাঙালীর ফুটবলকে বাঁচিয়ে রাখতে নতুন প্রতিভা তুলে আনা ভীষণই জরুরী। আর সেই লক্ষ্যেই অভিনব উদ্যোগ নিয়েছে বেহালার পর্ণশ্রী শান্তি সংঘ ক্লাব।

পর্ণশ্রী এলাকার প্রয়াত তিন সম্মানীয় ব্যক্তির স্মৃতিতে আয়োজিত হচ্ছে এক ফুটবল প্রতিযোগিতা। এই তিনজনের মধ্যে সুধীর মন্ডল ও প্রবীর দাস ছিলেন সমাজকর্মী, আর কমলেশ গুহ ছিলেন ফুটবলার এবং জাতীয় স্তরের হকি আম্পায়ার। এদের স্মৃতিতেই এই টুর্নামেন্ট। সেভেন এ সাইড – অর্থাৎ এক একটি দলে সাতজন করে খেলছেন। তবে একটি বিশেষত্ব রয়েছে এই প্রতিযোগিতায়। প্রতি দলে তিনজন করে বিদেশি খেলোয়াড় রাখা বাধ্যতামূলক। মোট ১৬ টি দল অংশ নিচ্ছে। ২৬ শে মার্চ রবিবার উদ্বোধন হল এই টুর্নামেন্টের। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায়, বেহালা পূর্বের বিধায়ক তথা ১৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না চ্যাটার্জি, শুভাশিস দাস প্রমূখ।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে স্বর্গীয়া কস্তুরী দাস স্মৃতি ফর গুড কাপ ট্রফি এবং রানার্স দল পাবে স্বর্গীয় বিজয় গোপাল অধিকারী স্মৃতি ফর গুড কাপ ট্রফি। এই নকআউট টুর্নামেন্টের আরেকটি বিশেষত্ব হলো খেলা হবে শনি ও রবিবারে। শান্তি সংঘ স্কুল মাঠে আয়োজিত হচ্ছে এই টুর্নামেন্ট। আট বছর পর এই মাঠে কোন ফুটবল প্রতিযোগিতা হচ্ছে। এককালে এই মাঠেই খেলে গেছেন অতীতের সব দিকপাল ফুটবলাররা। উঠতি খেলোয়ারা সেই মাঠে খেলার সুযোগ পেয়ে উজ্জীবিত হবে, এরকমই আশা সংগঠকদের।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর