ইভিএম নিউজ ব্যুরো, ২৮ মার্চঃ মঙ্গলবার সকালে বেলুড় মঠ পরিদর্শনে এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে তার আগে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা বেলুর মঠ চত্বর। সার্বিক পরিস্থিতির নজরদারিতে ছিলেন হাওড়ার নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠী সহ অন্যান্য উচ্চ পদস্থ পুলিশ কর্তারা।

ঘড়িতে যখন ঠিক সকাল নটা , সেই সময়  বেলুড় মঠে প্রবেশ করেন রাষ্ট্রপতি। রামকৃষ্ণ মঠ পরিদর্শনের পাশাপাশি ঘুরে দেখেন গোটা বেলুড় মঠ চত্বর। প্রণাম জানান  মা সারদা ,স্বামীজি এবং ব্রহ্মানন্দজীর মূর্তিতেও।

মন্দির পরিদর্শন শেষে রাষ্ট্রপতি সাক্ষাৎ করেন বেলুর মঠের প্রেসিডেন্ট মহারাজ শ্রীমৎ স্বামী তত্ত্বসারানন্দজীর সঙ্গে।  প্রায় ১৫ মিনিট তাঁদের মধ্যে আলোচনা হয়। এরপরই রাষ্ট্রপতি রওনা দেন শান্তিনিকেতনের উদ্দেশ্যে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর