ইভিএম নিউজ ব্যুরো,মনসারাম কর: ঘাটাল-মাংরুল রাস্তায় বেপরোয়া মাছের গাড়ির দাপটের অভিযোগ দীর্ঘদিনের।শুক্রবার এই রাস্তার গোবিন্দপুরে একটি বেপরোয়া মাছের গাড়ি ধনঞ্জয় সন্ন্যাসী নামে স্থানীয় এক যুবককে ধাক্কা মারলে ওই যুবক গুরুতর আহত হয়ে পড়ে। তারপরেই বেপরোয়া মাছের গাড়িটিকে ঘিরে পথ আটকে স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভের মুখে ভেঙে দেওয়া হয় গাড়ির সামনের অংশের কাঁচ। প্রায় দুশো পুরুষ মহিল সামিল হন বিক্ষোভে। স্থানীয়দের অভিযোগ, এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় ৩০ থেকে ৪০ টি মাছের গাড়ি বেপরোয়া ভাবে চলাচল করে, গাড়িতে ডিজে গান বাজাতে বাজাতে অতিরিক্ত গতিতে যাওয়া-আসা করে গাড়িগুলি। অনেকসময় বেপরোয়া মাছের গাড়িগুলিকে পাশ দিতে গিয়ে বুক ধড়পড়িয়ে ওঠে বাইকচালক বা সাইকেল আরোহীদের। স্থানীয়দের আরও অভিযোগ, এই গাড়িগুলি রাস্তার পাশে বিপজ্জনক ভাবে দাঁড়িয়ে জল পরিবর্তন করে। রাস্তা দিয়ে যাওয়ার সময় সেই জল চলকে চলকে পথযাত্রীদের গায়ে পড়ে। অনেক সময় রাস্তার পাশে মদের দোকানের সামনে সারি দিয়ে গাড়িগুলিকে দাঁড় করিয়ে রেখে মদ্যপানে মেতে ওঠেন গাড়ির চালকরা। এই ছবি হামেসায় দেখা যায় ওই পথে। আজ দুর্গটনার পরেই প্রশাসনের উপর এমনি ক্ষোভ উগরে দেন পথচারি থেকে শুরু করে স্থানীয়রা। দুর্ঘটনায় আহত ষুবককে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে ঘাটাল হাসপাতালে পাঠিয়েছে।
