ইভিএম নিউজ ব্যুরো, ২ মার্চঃ কলকাতার বাজাকদমতলা ঘাটে বারানসীর আদতেই তৈরি হতে চলেছে গঙ্গা আরতি । পূর্ব ঘোষণা মেনেই  বৃহস্পতিবার থেকেই অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই আজ বিকেল সাড়ে চারটে নাগাদ বাজাকদলতলা ঘাটে গঙ্গা আরতি করেবেন মুখ্যমন্ত্রী স্বয়ং । আলোক সজ্জিত ঘাটে এক সঙ্গে দাঁড়িয়ে মোট ২২ জন পুরোহিত অংশ নেবেন সন্ধ্যা আরতিতে। ঠিক বারানসীর দশাশ্বমেধ ঘাটের আদলে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও মেয়র পরিষদরা।

মন্দির তৈরির কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। গঙ্গাসাগর মেলার প্রাক্কালে কলকাতায় গঙ্গা আরতি শুরু করার পরিকল্পনা করা হলেও প্রস্তুতি অসম্পূর্ণ হওয়ায় শেষমেশ দিনক্ষণ পিছিয়ে যায় গঙ্গা আরতির। গঙ্গা আরতির জন্য বাজেকদমতলা ঘাটকে নতুন ভাবে সাজিয়ে তুলেছে কলকাতা পুরসভা। বসেছে নতুন বাতিস্তম্ভ। পুরো এলাকাগুলি সাফাইয়েরও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। পরিষ্কার করা হচ্ছে গঙ্গার আবর্জনা ।

গত কয়েকদিন ধরেই আরতির মহড়া শুরু হয়ে গিয়েছিল বাজাকদমতালা ঘাটে। বুধবার মেয়র, নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারক সিং এবং উদ্যান বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমার-সহ পুরসভার আধিকারিকরা বাজেকদমতলা ঘাট পরিদর্শন করেও যান। পাশাপাশি কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা সমস্ত রকমের নিরাপত্তা খতিয়ে দেখেন। জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকে রোজ বিকেলে গঙ্গা আরতি হবে। শুধু প্রতিমা বিসর্জনের সময়ে সন্ধ্যা আরতি বন্ধ রাখা হবে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর