আপাতত আরো বেশ কয়েক মাস ভারতীয় ক্রিকেট দলে দেখা যাবেনা জসপ্রীত বুমরা ও গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত ঋষভ পন্থকে। হাসপাতালে পন্থের এখনো চিকিৎসা চলছে। কিন্তু বুমরার চোট কতটা ? আর তা নিয়েই এবার প্রশ্ন উঠছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ ও টি টোয়েন্টির ভারতীয় দলে নেই বুমরা। তাঁকে পাওয়া যাবেনা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজেও। ইতিমধ্যেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি সিরিজের জন্য দল ঘোষিত হয়েছে। এই দুই সিরিজে অপ্রত্যাশিতভাবেই ভারতীয় দলে নেই কে এল রাহুল ও অক্ষর প্যাটেল। তবে বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে এই দুই ক্রিকেটের পারিবারিক কারণে খেলতে পারবেন না বলে জানিয়েছেন বোর্ডকে। উল্লেখ্য রাহুল বিবাহ সূত্রে আবদ্ধ হবেন। এদিকে রঞ্জি ট্রফিতে একের পর এক দুর্দান্ত পারফর্মেন্সের পুরস্কার হিসেবে দলে জায়গা পেলেন পৃথ্বি শ। বাংলার পেসার মুকেশ কুমার জায়গা পেয়েছেন । এছাড়া রবীন্দ্র জাদেজা দলভুক্ত হলেও তাঁকে ফিট হতে হবে, তবেই দলে জায়গা পাবেন।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টির দল: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সূর্যকুমার যাদব (সহ অধিনায়ক),শুভমান গিল,রাহুল ত্রিপাঠি,ঈশান কিষান, পৃথ্বি শ, রুতুরাজ গায়েকোয়াড, দীপক হুডা, জিতেশ শর্মা,ওয়াশিংটন সুন্দর,কুলদীপ যাদব, আর্শদীপ সিং,যজুভেন্দ্র চাহাল,শিভম মাভি, মুকেশ কুমার।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক),কে এল রাহুল (সহ অধিনায়ক, বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা, শুভমান গিল,ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার,কে এস ভরত,রবিচন্দ্রন অশ্বিন,অক্ষর প্যাটেল, উমেশ যাদব, কুলদীপ যাদব, মহম্মদ সামি, রবীন্দ্র জাদেজা ও জয়দেব উনাদকাট।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর