ইভিএম নিউজ, ২৪ ফেব্রুয়ারিঃ বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হিসাবে মনোনীত হলেন ভারতীয় বংশোদ্ভুত অজয় বাঙ্গা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজে মনোনীত করলেন তাঁকে। সম্প্রতি বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট পদের মেয়াদ শেষের আগেই ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন ডেভিড ম্যালপাস। আর তাই বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদ নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল।অবশেষে সেই জল্পনায় ইতি টানলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।

এখনও এক বছর প্রেসিডেন্ট পদে নিযুক্ত থাকার সময়সীমা থাকা সত্ত্বেও তার আগেই সেই পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করলেন পূর্ববর্তী প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস । তবে এখন সেই পদে কাকে নিযুক্ত করা হবে তাই নিয়ে বেশ কিছুদিন চিন্তায় ছিল আমেরিকা। আমেরিকা প্রেসিডেন্টের পছন্দের তালিকার একদম শীর্ষেই নাম ছিল পদ্মশ্রী অজয় বাঙ্গারের। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদ সাধারণত মার্কিন রাষ্ট্রপতিই মনোনীত করে থাকেন। তাছাড়া এই পদে সাধারনত ইউরোপীয় একজনই নিযুক্ত হয়ে থাকেন।আর তাই রাজনৈতিক মহলে অজয় বঙ্গার নামই বেশী চর্চিত। কিন্তু কে এই অজয় বাঙ্গা?

১৯৫৯ সালে ১০ নভেম্বর পুণেতে জন্ম বছর ৬৩-র অজয় বাঙ্গার। তাঁর আসল নাম অজয়পাল সিং বাঙ্গা। তাঁর বাবা হরভজন সিং বাঙ্গা ভারতীয় সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট-জেনারেল ছিলেন। সেই সুত্রেই দেশের বিভিন্ন প্রান্ত তাঁর ঘোরা। অজয় বাঙ্গা দিল্লির সেন্ট স্টিফেন কলেজ থেকে অর্থনীতি নিয়ে বিএ(অনার্স)পাস করেন। তারপর তিনি আই আই এম আহমেদাবাদ থেকে ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেন। পড়াশোনা শেষে তিনি কলকাতার নেসলে ইন্ডিয়া বিভাগে যোগ দিয়ে নিজের কর্মজীবন শুরু করেন। এরপর পেপসিকোতে যোগ দিয়ে কর্মসূত্রে আমেরিকা চলে যান। পরে ২০১০ সালে অজয় বাঙ্গা মাস্টারকার্ডের প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হন। পরে সেখানেই সিইও পদে যোগ দেন। ২০১৬ সালে অজয় বাঙ্গার কাজকে সম্মান জানাতে ভারত সরকারের পক্ষ থেকে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। বর্তমানে অজয় বাঙ্গা ইক্যুইটি ফার্ম জেনারেল আটলান্টিক ভাইস চেয়ারম্যানের পদে রয়েছেন।

তবে বাইডেনের কাছে এক সুত্রের প্রশ্ন কেন ভারতীয় এই বংশোদ্ভূতকেই তিনি শীর্ষে রেখেছেন? এই প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “একজন অভিজ্ঞ, নেতৃত্ব দেওয়ার জন্য আদর্শ কাউকেই প্রয়োজন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে। আর এক্ষেত্রে অজয় বাঙ্গাই সেরা। তিন দশকেরও বেশি দময় ধরে তাঁর কর্ম জীবনের অভিজ্ঞতা রয়েছে। তাছাড়াও বিশ্বের বহু নেতার সঙ্গে তাঁর ভালো সম্পর্কও রয়েছে”।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর