ব্যুরো নিউজ, ৫ সেপ্টেম্বর: বিশ্বকাপের দল ঘোষণা ভারতের। ১৫ জনের দল ঘোষণা করলো বিসিসিআই।
ভারতের মাটিতে আসন্ন ৫০ ওভারের বিশ্বকাপের জন্য প্রাথমিক ১৫ জনের দল ঘোষণা করলো বিসিসিআই। এশিয়া কাপের বোলিংয়ে চতুর্দয়ের উপরেই বিশ্বকাপেও ভরসা রাখছে ভারতীয় বোর্ড। শামি, সিরাজ, বুমরার মতো ফাস্ট বোলারদের সঙ্গে স্পিনার কুলদীপকে সহায়তা করতে দলে রয়েছেন বহু যুদ্ধের নায়ক জাদেজা। ব্যাটিংয়ে রোহিত, গিল, বিরাটের সঙ্গে সূর্যকুমার যাদব, পান্ডিয়া।
সাদাকালোয় প্রত্যাবর্তন চেরিশ্নভের
আগামী ২৮শে সেপ্টেম্বর অব্দি প্রত্যেকটি দলই তাদের দলে কিছু পরিবর্তন করতে পারবে। তারপরেই আইসিসির কাছে চূড়ান্ত দলের তালিকা জমা দিতে হবে প্রত্যেকটি দলকেই।
একনজরে ভারতের বিশ্বকাপের দল: রোহিত (অধিনায়ক), বিরাট, গিল, শ্রেয়াস আইয়ার, ঈশান কিষান, কে এল রাহুল, সূর্যকুমার যাদব, হার্দিক পণ্ডিয়া, জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, বুমরাহ, কুলদীপ, শামি, সিরাজ। ইভিএম নিউজ