বিরাট রানেই কুপোকাত শ্রীলঙ্কা। একদিনের তিন ম‍্যাচের সিরিজে শ্রীলঙ্কা হোয়াইটওয়াশ। ভারত জিতল ৩১৭ রানের বিশাল ব‍্যবধানে। রোহিত ব্রিগেডের ৩৯০রানের জবাবে শ্রীলঙ্কার ইনিংস নটে গাছটি মুড়লোর মতো ৭৩ রানে শেষ। বিরাটের রানের পঞ্চাশ শতাংশ রানও করতে পারল না দ্বীপরাষ্ট্রের দলটি।
ভারতের প্রথম একদিনের ম‍্যাচে বিরাট কোহলির সেঞ্চুরির পর সিরিজের তৃতীয় ও শেষ ম‍্যাচে তিরবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে ফের তাঁর অপরাজিত সেঞ্চুরি। একদিনের ক্রিকেটে ৪৬ তম সেঞ্চুরি বিরাটকে সচিন তেন্ডুলকারের কাছাকাছি পোঁছে দিল। সচিনের সেঞ্চুরির সংখ্যা৪৯। রবিবাসরীয় এ ম‍্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাট রানের পাহাড় গড়লেন আর লঙ্কাকে ভাঙলেন মহম্মদ সিরাজ। পেলেন ৩২ রানে ৪উইকেট। বিরাট অপরাজিত থাকলেন ১১০ বল খেলে ১৬৬ রানে। তাঁর ইনিংসে ছিল ১৩টি চার ও ৮টি ছয়। পাশাপাশি শুভমান গিলের ব‍্যাট থেকে এলো ৯৭ বলে ১১৬ রান। এছাড়া অধিনায়ক রোহিত শর্মা ৪২ এবং শ্রেয়স আইয়ার৩৮ রান করেন।
ম‍্যাচ সেরা এবং সিরিজ সেরা বিরাট প্রশংসায় যখন আসমুদ্র হিমাচল, তখন তিনি বিরাট কোহলি পেসার সিরাজে বুঁদ। এই সিরিজে তাঁর মোট রান২৮৩। ইনস্টাগ্রামে তাঁর প্রশংসায় পঞ্চমুখ ঘরণী অনুস্কা শর্মা। সিরাজ সম্পর্কে কোহলি বলেন, বিশ্বকাপের বছরে মহম্মদ সামির পাশে সিরাজ নিজেকে দারুণভাবে মেলে ধরছেন। পাওয়ার প্লে-তে নিয়মিত উইকেট নিয়ে সিরাজ একটা বড় সমস‍্যার সমাধান করছেন বলে কোহলি জানান। নিজে একটা বিরতি নিয়ে এভাবে ফিরে আসায় তৃপ্ত বিরাট।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর