ইভিএম নিউজ ব্যুরো, ২৮ মার্চঃ এবার বিদেশি  অনুদান গ্রহণের কারচুপির অভিযোগ উঠল তিরুমালা তিরুপতি দেবস্থানাম (টিটিডি) মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে। ‘হুন্ডি’র মাধ্যমে বিদেশী অনুদান গ্রহণ করার  ক্ষেত্রে আইন লঙ্ঘন করেছে বলে জানিয়েছেন  কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ফলে ১০ কোটি টাকা মন্দিরের বিরুদ্ধে  জরিমানা করল কেন্দ্র।

পরে, FCRA(Foreign Contribution (Regulation Act) বা নিয়ন্ত্রক সংস্থা এবং মন্দির ট্রাস্টের মধ্যে দফায় দফায়  আলোচনার পরে, শেষ পর্যন্ত অংকের টাকার পরিমাণ 3 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে বলে সূত্রের খবর। এই প্রসঙ্গে তিরুমালা তিরুপতি দেবস্থানাম (TTD) চেয়ারম্যান ওয়াইভি সুব্বা রেড্ডি বলেন, “আমরা মন্ত্রককে  TTD-এর জরিমানার  সমস্ত টাকা জমা দিয়ে দিয়েছি। বিদেশি অনুদান গ্রহণের বিষয়টি কেন্দ্রকে বিস্তারিতভাবে জানানো হয়েছে বলেও দাবি করেন সুব্বা রেড্ডি। কিন্তু কি পদ্ধতিতে মন্দির কর্তৃপক্ষ বিদেশি দানের অর্থ ব্যবহার করেছে,সেই বিষয়ে ত্রুটি পাওয়া গিয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।

বলা হয়, FCRA-র নিয়ম অনুযায়ী বিদেশি অনুদান থেকে পাওয়া অর্থের উপর সুদ নেওয়া যায় না। কিন্তু তিরুপতি মন্দির কর্তৃপক্ষ ওই টাকার উপরে সুদও নিয়েছে বলে অভিযোগ করা হয়। এই প্রসঙ্গে মন্দিরের বোর্ড চেয়ারম্যান বলেন, বিদেশি অর্থ ভারতীয় টাকার বদল করা হয়। এই কাজ করতে গিয়েই কিছু অসঙ্গতি পেয়েছে কেন্দ্র। সামান্য কিছু অর্থ খরচও করে ফেলা হয়েছে। বিষয়টিতে আপত্তি ওঠায় গোটা প্রক্রিয়াটাই আমরা বন্ধ করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০০৮ ও ২০১২-তে FCRA-র রেজিস্ট্রেশন পেয়েছিল তিরুপতি মন্দির কর্তৃপক্ষ। কিন্তু পরবর্তীকালে এই রেজিস্ট্রেশনের পুনর্নবীকরণে দেরি  করাতে বাতিল হয়ে যায় রেজিস্ট্রেশন।

গত তিন বছর ধরে FCRA-র রেজিস্ট্রেশনের পুনর্নবীকরণ চাইছে তিরুপতি মন্দির কর্তৃপক্ষ। ফলে এই ইস্যুতে রাজ্য সরকারের সহযোগিতা নিয়ে কেন্দ্রের কাছে বারবার আবেদনও করেছে মন্দির কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে তাতে সাড়া দেয়নি স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রক।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর