ইভিএম নিউজ ব্যুরো, ১০ ফেব্রুয়ারিঃ এসএসসির গ্রুপ ডি-র মামলায় ফের বড় সিদ্ধান্তের ঘোষণা বিচারপতির। কলকাতা হাইকোর্টের নির্দেশ, শুক্রবার ২৮২০ জনের চাকরি বাতিল করতে হবে। স্কুল সার্ভিস কমিশনের আদালতে পেশ করা রিপোর্টে বলা হয়েছে, গ্রুপ ডি-তে ২৮২০ টি ওএমআর শিট বিকৃত করা হয়েছে। আর তাই বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায় এই ২৮২০ জনের চাকরি বাতিলের কথা ঘোষণা করেন।
তিনি বলেন, এই ২৮২০ জনের নাম, ঠিকানা সহ বিস্তারিত তথ্যের তালিকা তৈরি করবে মধ্যশিক্ষা পর্ষদ কমিশন। সেই হলফনামা যত দ্রুত সম্ভব জমা দিতে হবে। বহিষ্কার করতে কোনও সময় দেওয়া যাবে না। সেই নির্দেশ শুক্রবার দুপুর তিনটে পর্যন্ত জারি থাকবে।
উল্লেখ্য, আদালতের নির্দেশে এর আগেও কমিশনের তরফ থেকে গ্রুপ ডি-র ওএমআর শিট প্রকাশ করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল, ৪৪৮৭ প্রার্থীর শিট প্রকাশ করা হয়েছে এসএসসির ওয়েবসাইটে। কমিশনের প্রকাশিত সেই রিপোর্টে বলা হয়, মোট প্রার্থী নিয়োগ করা হয়েছে ৪৪৮৭ জন। ওএমআর আপলোড করা হয়েছে ৪৪৬৫ জনের, শূন্য পদ ছিল ৩৯৫৬ টি। এসএসসি সুপারিশ পত্র পাঠিয়েছে ৩৮৮০ জন। প্যানেলভুক্ত করা হয়েছে ৩৫০২ জনকে। আর ওয়েটিং লিস্টে ছিল ৬৯৮৮ জন। এরই মধ্যে ২৮২০ জনের ওএমআর শিট বিকৃত ছিল। তবে সেই ওএমআরের মধ্যে১৯১১ জনের সুপারিশ পত্র রয়েছে।